নয়াদিল্ল, 15 মার্চ: দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি এই নীতিতে সমর্থন নেই তৃণমূলের (Trinamool Congress) । তাই জাতীয় ক্ষেত্রে বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেও কংগ্রেসের (Congress) সংস্পর্শ এড়াচ্ছে তৃণমূল । প্রসঙ্গত, বুধবার নিয়ে তৃতীয় দিন কংগ্রেসের ডাকা বিরোধী রাজনৈতিক দলের বৈঠক এড়াল তৃণমূল কংগ্রেস ৷ একই সঙ্গে এদিন 17টি বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতেও শুধুমাত্র 'কংগ্রেস ইস্যুকে' সামনে রেখেই যোগ দিল না ঘাসফুল শিবির ।
এদিন কংগ্রেস-সহ বাকি বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে সমদূরত্ব বজায় রেখে নিজেদের কর্মসূচি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল । বুধবার ইডি ও আদানি ইস্যুকে সামনে রেখে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস-সহ 17টি বিরোধীদল । সেখানে যোগ না দিয়ে এদিন গান্ধিমূর্তির সামনে নিজেদের মতো করে বিক্ষোভ দেখাল নিজের শাসক দল ।
এদিন কংগ্রেসের ডাকা বৈঠক ও বিরোধীদের মিছিল কর্মসূচিতে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘‘বাংলার কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে খোলাখুলি আহ্বান করেছেন তৃণমূলকে হারাতে বিজেপি-সহ সমস্ত বিরোধী দলকে এক হতে । সমস্ত দল এক হয়ে তৃণমূলকে হারাতে হবে । সেই কংগ্রেস যারা বাংলায় বিজেপিকে সমর্থন করছে, তারা দিল্লিতে বিজেপিকে হারাবে কীভাবে !’’