পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saket Gokhale gets bail: জামিন পেলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে - Morbi tweet case

সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷ এদিন জামিন পেলেন তিনি ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 8, 2022, 5:49 PM IST

Updated : Dec 8, 2022, 10:24 PM IST

আমেদাবাদ, 8 ডিসেম্বর:জামিন পেলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে তাঁকে গ্রেফতার করে আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷

উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ (Saket Gokhale arrested) ৷

আরও পড়ুন: প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার আজমেঢ়ে বলেন, "সোমবার মধ্যরাতে জয়পুর থেকে সাকেতকে ধরে নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ ৷ উনি কোনও ভুল করেননি ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করার জন্য তাঁকে ধরে আমাদাবাদে নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ ৷ আমার বিরুদ্ধেও তো অনেক টুইট হয় ৷ মোরবি ব্রিজের দুর্ঘটনা নিয়ে টুইট করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এটা দুঃখজনক ৷ প্রতিহিংসামূলক আচরণ ৷"

Last Updated : Dec 8, 2022, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details