আমেদাবাদ, 8 ডিসেম্বর:জামিন পেলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে তাঁকে গ্রেফতার করে আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷
উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ (Saket Gokhale arrested) ৷