পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saket Gokhale Arrested: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলীয় মুখপাত্র, প্রতিবাদ তৃণমূলের - Morbi Bridge Collapse

গুজরাত পুলিশ গ্রেফতার করল তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale)। মোরবি ব্রিজ বিপর্যয় (Morbi Bridge Collapse incident) নিয়ে তাঁর করা একটি টুইটের পরিপ্রেক্ষিতেই গুজরাট পুলিশ তাঁকে গ্রেফতার করে ।

Saket Gokhale Arrested
গুজরাত পুলিশের হাতে গ্রেফতার সাকেত গোখলে

By

Published : Dec 6, 2022, 10:42 AM IST

Updated : Dec 6, 2022, 11:31 AM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ (Saket Gokhale)। মোরবি ব্রিজ বিপর্যয় (Morbi Bridge Collapse incident) নিয়ে তাঁর করা একটি টুইটের পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । ঘটনার কথা জানিয়ে টুইট করে জানিয়েছেন দলের রাজ্যসভার ডেরেক'ও ব্রায়েন (Derek O'Brien) । পাশাপাশি তাঁর দাবি, সাকেতকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ।

এটিকে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলেছেন তিনি । ডেরেক জানান, সোমবার রাত 9টায় নয়াদিল্লি থেকে জয়পুর যাওয়ার বিমানে ওঠেন গোখলে । গুজরাত পুলিশ রাজস্থানের বিমানবন্দরে তাঁর অপেক্ষায় ছিল এবং তিনি যখন নামেন তখন তাঁকে গ্রেফতার করে । মঙ্গলবার 2 টোর সময় গোখলে তাঁর মাকে ফোন করেন এবং তাঁকে বলেছিলেন যে, পুলিশ তাঁকে আমেদাবাদে নিয়ে যাচ্ছে এবং তিনি দুপুরের মধ্যে সেই শহরে পৌঁছে যাবেন ৷ টিএমসি নেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) টুইটারে লেখেন,"পুলিশ তাঁকে সেই দুই মিনিটের ফোন কল করতে দেয় এবং তারপরে তাঁর ফোন এবং তাঁর সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে ৷"

আরও পড়ুন:সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

তিনি অভিযোগ করেন, মোরবি ব্রিজ ধসে সাকেতের টুইট সম্পর্কে আমেদাবাদ সাইবার সেলের কাছে মামলা দায়ের করা হয়েছে । এভাবে তৃণমূল এবং বিরোধীদের চুপ করাতে পারবে না । বিজেপি রাজনৈতিক প্রতিহিংসাকে অন্য স্তরে নিয়ে যাচ্ছে ৷ জয়পুর বিমানবন্দর থানার এসএইচও দিগপাল সিং (Digpal Singh)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তাঁর কাছে এমন কোনও তথ্য নেই ।"

প্রসঙ্গত, 30 অক্টোবর ভেঙে পড়ে গুজরাতের মোরবি ব্রিজ ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে 136 জনের ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ । সেই সময় নির্বাচনী প্রচারে গুজরাট সফরেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর তার মাঝেই ঘটে যায় এই দুর্ঘটনা ৷ এরপরই সেতু ভাঙা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে পড়তে হয় বিজেপি সরকারকে ৷ গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন সাকেত গোখলে, তাঁর বিরুদ্ধে এমনটাই অভিযোগ । যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ৷

আরও পড়ুন:মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ

Last Updated : Dec 6, 2022, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details