নয়াদিল্লি, 6 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ (Saket Gokhale)। মোরবি ব্রিজ বিপর্যয় (Morbi Bridge Collapse incident) নিয়ে তাঁর করা একটি টুইটের পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । ঘটনার কথা জানিয়ে টুইট করে জানিয়েছেন দলের রাজ্যসভার ডেরেক'ও ব্রায়েন (Derek O'Brien) । পাশাপাশি তাঁর দাবি, সাকেতকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ।
এটিকে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলেছেন তিনি । ডেরেক জানান, সোমবার রাত 9টায় নয়াদিল্লি থেকে জয়পুর যাওয়ার বিমানে ওঠেন গোখলে । গুজরাত পুলিশ রাজস্থানের বিমানবন্দরে তাঁর অপেক্ষায় ছিল এবং তিনি যখন নামেন তখন তাঁকে গ্রেফতার করে । মঙ্গলবার 2 টোর সময় গোখলে তাঁর মাকে ফোন করেন এবং তাঁকে বলেছিলেন যে, পুলিশ তাঁকে আমেদাবাদে নিয়ে যাচ্ছে এবং তিনি দুপুরের মধ্যে সেই শহরে পৌঁছে যাবেন ৷ টিএমসি নেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) টুইটারে লেখেন,"পুলিশ তাঁকে সেই দুই মিনিটের ফোন কল করতে দেয় এবং তারপরে তাঁর ফোন এবং তাঁর সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে ৷"
আরও পড়ুন:সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের