নয়াদিল্লি, 6 এপ্রিল:এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান সঞ্জয় কুমার মিশ্রর (Enforcement Directorate chief Sanjay Kumar Mishra) মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা (ED director tenure extension)৷ তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেছেন (Saket Gokhale PIL in Supreme Court)৷
সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন, 2003 -এর 25 নং ধারা অর্থাৎ মেয়াদ বৃদ্ধির ধারা অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি আদালত অবমাননারও অভিযোগ এনেছেন গোখেল ৷ কারণ মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন না দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত (TMC spokesperson moves SC against extension of tenure)৷
গোখেলের অভিযোগ, সঞ্জয় কুমার মিশ্র তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির রিটার্ন ডেডলাইনের মধ্যে আপলোড করতে ব্যর্থ হয়েছেন (TMC spokesperson moves Supreme Court)৷ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনেও তিনি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন ৷ ডেডলাইন ছিল 2021 সালের 30 নভেম্বর ৷ আর নথি আপলোড করা হয় 2021 সালের 3 ডিসেম্বর ৷ আবেদনে বলা হয়েছে, মেয়াদ বৃদ্ধি হলে অফিসারদের উপর রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সম্ভাবনা খুলে দেয় ৷ যার ফলে প্রতিষ্ঠান পড়ে ঝুঁকির মুখে ৷
আরও পড়ুন:Anubrata Mandal at SSKM : এসএসকেএমে ভর্তি অনুব্রত, গঠিত হল 8 সদস্যের মেডিক্যাল বোর্ড
পিটিশনে আরও লেখা হয়েছে, এই পদের মেয়াদ বৃদ্ধি হলে মানুষ এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং প্রতিষ্ঠানের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলবে ৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে এমন একটা সংবেদনশীল পদের উপর রাজনৈতিক প্রভাব পড়তে বাধ্য ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসে ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি নিয়ে মামলায় আদালত বলেছিল, মিশ্রর মেয়াদ বৃদ্ধি করা যাবে না ৷ আদালতের এই নির্দেশের পরও সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ৷