পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিরোধীদের অধিকার আছে সংসদে মানুষের দাবি তোলার, ডেরেকের সাসপেনশন নিয়ে পালটা তোপ তৃণমূলের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

TMC Slams Modi Government: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয় ৷ পুরো শীতকালীন অধিবেশন থেকেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে পালটা তোপ দাগল তৃণমূল কংগ্রেস ৷

Dola Sen
Dola Sen

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 1:55 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: ডেরেক ও’ব্রায়েনকে রাজ্যসভা থেকে শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ ৷ তাঁদের দাবি, যে কারণে দেখিয়ে ডেরেককে সাসপেন্ড করা হল, সেই কাজ করে তিনি কোনও ভুল করেননি ৷

বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন ও কাকলি ঘোষ দস্তিদার ৷ সেখানে দোলা সেন বলেন, "আজ ডেরেক ও'ব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে । ওয়েলে গিয়ে জনগণের সমস্যা তুলে ধরা আমাদের অধিকার । ডেরেক ও'ব্রায়েন কোনও ভুল করেননি ।’’

তিনি সংসদের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার প্রসঙ্গ তুলেছেন ৷ সেই নিয়ে এখনও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় সরকারের সদস্যরা নীরব, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ তাই তাঁর দাবি স্লোগান দিয়ে কোনও ভুল করেননি ডেরেক ও’ব্রায়েন ৷ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন বলেন, ‘‘নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ট্রেজারি বেঞ্চ নীরব, তাই বিরোধী দল হিসেবে আমরা এই বিষয়টি তুলে ধরেছি এবং স্লোগান দিয়েছি... ৷’’

উল্লেখ্য, বুধবার সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে ৷ লোকসভার ভিজিটার্স গ্যালারি থেকে দুই যুবক ভিতরে লাফিয়ে পড়েন ৷ একজন স্লোগান দিতে থাকেন৷ আর দ্বিতীয় জন ছড়িয়ে দেন হলুদ রংয়ের গ্যাস ৷ সঙ্গে সঙ্গে তাঁদের ধরা হয় ৷ সংসদ ভবন চত্বরে পরিবহণ ভবনের সামনে থেকে স্লোগান দিতে থাকা আরও দু’জনকে ধরা হয় ৷ তাঁরা স্লোগান দিচ্ছিলেন ৷ তাঁদের হাতেও হলুদ রংয়ের গ্যাস ছিল ৷

এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷ আরও একজনকে খুঁজছে পুলিশ৷ এই ঘটনা জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে বলে বিরোধীদের দাবি ৷ সেই কারণে বুধবার থেকেই রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছে বিরোধীরা ৷ এ দিন ডেরেক সেই দাবিই তোলেন৷ এই নিয়ে আলোচনা চান ৷ তখনই তাঁকে বহিষ্কার করা হয় ৷

আরও পড়ুন:

  1. ধনকড়ের হাতে ফের সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন, তুমুল হইচই রাজ্যসভায়
  2. সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের
  3. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের

ABOUT THE AUTHOR

...view details