নয়াদিল্লি, 14 ডিসেম্বর: ডেরেক ও’ব্রায়েনকে রাজ্যসভা থেকে শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ ৷ তাঁদের দাবি, যে কারণে দেখিয়ে ডেরেককে সাসপেন্ড করা হল, সেই কাজ করে তিনি কোনও ভুল করেননি ৷
বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন ও কাকলি ঘোষ দস্তিদার ৷ সেখানে দোলা সেন বলেন, "আজ ডেরেক ও'ব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে । ওয়েলে গিয়ে জনগণের সমস্যা তুলে ধরা আমাদের অধিকার । ডেরেক ও'ব্রায়েন কোনও ভুল করেননি ।’’
তিনি সংসদের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার প্রসঙ্গ তুলেছেন ৷ সেই নিয়ে এখনও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় সরকারের সদস্যরা নীরব, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ তাই তাঁর দাবি স্লোগান দিয়ে কোনও ভুল করেননি ডেরেক ও’ব্রায়েন ৷ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন বলেন, ‘‘নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ট্রেজারি বেঞ্চ নীরব, তাই বিরোধী দল হিসেবে আমরা এই বিষয়টি তুলে ধরেছি এবং স্লোগান দিয়েছি... ৷’’