কলকাতা, 10 নভেম্বর : ত্রিপুরায় তেইশের বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের পৌরভোটকে পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস ৷ আর তাই পৌরভোটেই ত্রিপুরায় ঘাসফুল ফোটানোর ‘মিশন’ নিয়ে কলকাতা থেকে একদল নেতাকর্মীকে সেখানে পাঠানো হল ৷ এই দলে যেমন ছাত্রনেতারা রয়েছেন, তেমনই রয়েছেন বাংলার বিধায়ক ও জনপ্রতিনিধিরা ৷ দলীয় সূত্রে খবর, ব্রাত্য বসু, মলয় ঘটক, কুণাল ঘোষ, শান্তনু সেন এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ত্রিপুরার পৌর নির্বাচনে লড়বে তৃণমূল কংগ্রেস ৷ পাশাপাশি, প্রত্যেকটি পৌরসভা ধরে ধরেও আলাদা আলাদা করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে দলের নেতা ও কর্মীদের ৷ পশ্চিমবঙ্গ বিধানসভার পাঁচ বিধায়ক-সহ দায়িত্বপ্রাপ্ত ন’জন নেতা বুধবার সকালের বিমানেই ত্রিপুরা পৌঁছে গিয়েছেন ৷ এছাড়াও ভোটের প্রচারে ফের ত্রিপুরায় যাওয়ার সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ বস্তুত, এর আগে আগরতলার সভায় অভিষেক নিজেই বলেছিলেন, তিনি আবার ত্রিপুরায় আসবেন ৷
আরও পড়ুন :Suvendu Adhikari : ত্রিপুরার পৌরভোটে দাঁড়ালে নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল : শুভেন্দু
তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাচ্ছে, তাতে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামকে ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়ার নগর পঞ্চায়েতে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তাঁকে সহযোগিতা করছেন প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায় ৷ বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে খোয়াই জেলার তেলিয়ামুড়া পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তাঁর সহযোগী হয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ৷ চাঁপদানি পৌরসভার প্রশাসক অরিন্দম গুঁইকে দেওয়া হয়েছে ঢালাই জেলার অন্তর্গত আমবাসা পৌরসভার দায়িত্ব ৷ তাঁকে সহযোগিতা করবেন পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি।