পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC delegation meets Amit Shah : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ , দাবি তৃণমূলের - tmc news

ত্রিপুরায় রাজনৈতিক হিংসা বন্ধে পদক্ষেপ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah assured to stop violence in tripura) ৷ তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার বিকেলে এমনই দাবি করা হয়েছে ৷ এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ (tmc delegation meets amit shah) সেরে বের হওয়ার পর এই দাবি করেছেন ঘাসফুল শিবিরের সাংসদরা ৷

tmc claims amit shah assured to stop violence in tripura
tmc delegation meets amit shah on tripura violence : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ, দাবি তৃণমূলের

By

Published : Nov 22, 2021, 5:18 PM IST

Updated : Nov 22, 2021, 6:12 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর :ত্রিপুরায় রাজনৈতিক হিংসা বন্ধে পদক্ষেপ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah assured to stop violence in tripura) ৷ তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার বিকেলে এমনই দাবি করা হয়েছে ৷ এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ (tmc delegation meets amit shah) সেরে বের হওয়ার পর এই দাবি করেছেন ঘাসফুল শিবিরের সাংসদরা ৷

আরও পড়ুন :TMC Protest outside North Block : অমিত-সাক্ষাতের দাবিতে শাহের মন্ত্রকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ

অমিত শাহের সঙ্গে তৃণমূল সাংসদদের সাক্ষাৎ

সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ সকালে নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ তার পর বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদদের সাক্ষাতের সময় দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই মতো তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাত করেন তৃণমূলের সাংসদরা ৷

আরও পড়ুন :Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের

অমিত-সাক্ষাৎ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় জানান, ত্রিপুরায় যাতে আর হিংসা নয়, সেই বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, অমিত শাহ জানিয়েছেন যে তিনি গতকাল, রবিবারই ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছেন ৷ আবারও এই নিয়ে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন :Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

কেন উত্তপ্ত ত্রিপুরা

ত্রিপুরায় পৌর-নির্বাচনে (Tripura Municipal Election 2021) এবার তৃণমূল কংগ্রেস লড়াই করছে ৷ সেই কারণে বাংলা থেকে নেতা-নেত্রীরা গিয়ে প্রচার করছেন ৷ প্রচারে সেখানে যাওয়া যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে রবিবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠানো হয় ৷ সায়নী যখন থানার বাইরে, সেই সময় বাইরে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে ৷ পরে সায়নীকে গ্রেফতার করে পুলিশ ৷

Last Updated : Nov 22, 2021, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details