নয়াদিল্লি, 28 ডিসেম্বর : করোনায় আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ টুইটে নিজেই জানালেন এই কথা (TMC Rajya Sabha MP Derek O'Brien Have tested Covid positive) ৷ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি ৷
টুইটে তিনি লিখেছেন, "আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷ মাঝারি মানের লক্ষণ দেখা দিয়েছে ৷ বাড়িতে আইসোলেশনে রয়েছি ৷ বিগত 3 দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন এবং তাঁদেরও যদি কোভিডের কোনও লক্ষণ দেখা দেয়, দয়া করে চিকিৎসকের পরামর্শ নিন ৷ আমি অসম্ভব সচেতন ছিলাম ৷ তাও হয়েছে ৷"
আরও পড়ুন : Derek O'Brien suspended : অসংসদীয় আচরণ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক
সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে 21 ডিসেম্বর নির্বাচনী সংশোধনী বিল (Election Laws (Amendment Bill) 2021) নিয়ে আলোচনার সময় তিনি চেয়ারের দিকে রুল বুকটি ছুড়ে দেন বলে অভিযোগ উঠেছিল ৷ সেদিন তাঁকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয় ৷ পরে অবশ্য নির্ধারিত দিনের একদিন আগে 22 ডিসেম্বর সংসদ মুলতুবি হয়ে যায় ৷
আজ বিসিসিআই-এর সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও করোনা সংক্রামিত হওয়ার খবর মিলেছে ৷ তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছিলেন ৷ ডেরেকেরও দু‘টি ডোজ নেওয়া ছিল ৷