নয়াদিল্লি, 2 অক্টোবর:কেউ খোয়ালেন জুতো, কারও চুরি গেল অ্যান্ড্রয়েড ফোন ৷ কেউ আবার খালি পায়ে হন্যে হয়ে খুঁজে বেরালেন গাড়ি ৷ মন্ত্রী-সাংসদদের এমন অবস্থা দেখে হতবাক তৃণমূল নেতৃত্ব ৷ খোদ রাজ্যের মন্ত্রীদের গলাতেও শোনা গেল চরম হতাশার সুর ৷
রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে মহাত্মা গান্ধির সমাধিস্থল রাজঘাটে ধরনা দিতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী, তৃণমূলের সাংসদরা ৷ নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আর সেই ধরনা অবশ্য শেষ পর্যন্ত চালাতে পারেননি তৃণমূল নেতৃত্ব ৷ নির্ধারিত সময়ের আগেই দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ধরে নেতৃত্বদের বাইরে রীতিমতো বের করে দেয় বলে অভিযোগ তৃণমূলের ৷ আর সেই ধস্তাধস্তিতেই কোনও মন্ত্রী খালি পায়ে বাড়ি গেলেন, তো কোনও মন্ত্রীকে দেখা গেল খালি পায়ে রাজঘাটের বাইরে গাড়ি খুঁজতে ৷
এদিন জুতো হারালেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জুতো খুলে রাজঘাটে ধরনাস্থলে ঢুকেছিলেন। সেখান থেকে বেরিয়ে দেখেন, জুতো যেখানে খুলেছেন, সেখানে তা নেই। কোথাও জুতো আর খুঁজেও পাননি সুজিত বসু। কার্যত একই অবস্থা রেজ্যের আরও এক মন্ত্রী গোলাম রব্বানিরও ৷ পশ্চিমবঙ্গের পরিবেশমন্ত্রী গোলাম রব্বানির জুতো যেমন হারিয়েছে, তেমনই দীর্ঘক্ষণ খুঁজে পাননি গাড়িও ৷ অন্যদিকে, অ্যান্ড্রয়েড ফোন হারিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের ৷