কলকাতা, 22 নভেম্বর : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস (Alleged police brutality in Tripura) ৷ প্রতিবাদে সোমবার নর্থব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা (TMC MPs protest outside of MHA) ৷ তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন ৷
আরও পড়ুন :Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় পৌর-নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস লড়াই করছে ৷ সেই কারণে বাংলা থেকে নেতা-নেত্রীরা সেখানে গিয়ে প্রচার করছেন ৷ ত্রিপুরায় প্রচারে যাওয়া যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে রবিবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠানো হয় ৷ সায়নী যখন থানার বাইরে, সেই সময় বাইরে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে ৷ পরে সায়নীকে গ্রেফতার করে পুলিশ ৷