পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যার জন্য অমিত-রাজনাথকেই দায়ী করলেন সুস্মিতা - অমিত শাহ

শুধুমাত্র নির্বাচনী ফায়দা তোলার জন্যই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্থানীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট গড়েছিল বিজেপি ৷ এর বাইরে নেডা (North-East Democratic Alliance) গঠনের আরও কোনও কারণ ছিল না ৷ নাগাল্যান্ড গণহত্যা (Nagaland Civilian Deaths) প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev on NEDA) ৷ সোমবার নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে যাওয়ার কথা ছিল তৃণমূলের প্রতিনিধিদলের ৷ কিন্তু, সেখানে 144 ধারা জারির খবর পেয়ে সফর বাতিল করার নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব ৷ তারপরই কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করেন সুস্মিতা-সহ তৃণমূলের অন্য় নেতা, নেত্রীরা ৷ এই বৈঠকে সুস্মিতা দাবি করেন, নাগাল্যান্ডে যে মর্মান্তিক ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Sushmita Dev blames Amit Shah) ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংই (Sushmita Dev blames Rajnath Singh) দায়ী ৷

tmc mp susmita deb blames amit shah and rajnath singh for nagaland civilian deaths
Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যার জন্য অমিত-রাজনাথকেই দায়ী করলেন সুস্মিতা

By

Published : Dec 6, 2021, 4:09 PM IST

Updated : Dec 6, 2021, 5:07 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর :নাগাল্যান্ড গণহত্যার (Nagaland Civilian Deaths) জন্য সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেই (Rajnath Singh) কাঠগড়ায় তুলল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে যাওয়ার কথা ছিল তৃণমূলের প্রতিনিধিদলের ৷ কিন্তু, সেখানে 144 ধারা জারির খবর পেয়ে সফর বাতিল করার নির্দেশ দেয় দলীয় নেতৃত্ব ৷ ফলে দমদম বিমানবন্দর থেকেই ফেরত চলে আসতে হয় সুস্মিতা দেব-সহ অন্যদের ৷ এরপরই একটি সাংবাদিক বৈঠক করেন তাঁরা ৷ সেখানে সুস্মিতা অভিযোগ করেন, নাগাল্যান্ডে যে ঘটনা ঘটেছে, তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Sushmita Dev blames Amit Shah) ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংই (Sushmita Dev blames Rajnath Singh) দায়ী ৷

আরও পড়ুন :Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার, জারি 144 ধারা

সুস্মিতার অভিযোগ, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত বিজেপির জমানাতেই সবথেকে বেশি অত্যাচারিত হয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা ৷ এই প্রসঙ্গে ‘নেডা’-রও সমালোচনা করেন তিনি (Sushmita Dev on NEDA) ৷ প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন অমিত শাহই এই জোট (North-East Democratic Alliance) গঠন করেছিলেন ৷ তাঁর কথায়, শুধুমাত্র নির্বাচনী ফায়দা তোলার জন্যই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্থানীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট গড়েছিল বিজেপি ৷ এর বাইরে নেডা গঠনের আর কোনও কারণ ছিল না ৷ সেই কারণেই, ভোটের পর থেকে নেডা একটাও জনসভা বা রাজনৈতিক কর্মসূচি পালন করেনি ৷ সুস্মিতার বার্তা, উত্তর-পূর্বের মানুষের উন্নয়নে বিজেপির কোনও আগ্রহই নেই ৷ তারা শুধু চায় ক্ষমতা ৷ নেডা-র আত্মপ্রকাশও সেই কারণেই ৷

বস্তুত, এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে হয় বিজেপির সরকার রয়েছে, আর তা না হলে বিজেপির কোনও জোটসঙ্গীই রয়েছে ক্ষমতায় ৷ আর এখানেই প্রশ্ন তুলেছেন সুস্মিতা ৷ তৃণমূলের এই সাংসদ আদতে অসমের বাসিন্দা ৷ তাই সেখানকার রাজনীতি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ৷ সেই অভিজ্ঞতা তুলে ধরেই এদিন সুস্মিতা বলেন, ‘‘যেদিন থেকে উত্তর-পূর্ব ভারতে বিজেপির প্রভাব বেড়েছে, সেদিন থেকেই সেখানকার বাসিন্দাদের উপর নিরাপত্তা বাহিনীর অত্যাচার বেড়ে গিয়েছে ৷’’

সুস্মিতার আশঙ্কা, নাগাল্যান্ডের ঘটনা অনেক পুরনো অপ্রিয় স্মৃতি খুঁচিয়ে তুলবে, যা দেশের জাতীয় সুরক্ষার জন্য মোটেই কাম্য নয় ৷ তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই নাগাল্যান্ড ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা আফস্পা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷’’ এর ফলে আফস্পা নিয়ে নতুন করে অশান্তির আশঙ্কাও ঝরে পড়েছে সুস্মিতার গলায় ৷ তাহলে কি তৃণমূল কংগ্রেস আফস্পা প্রত্য়াহারের পক্ষপাতী ? এর জবাবে সুস্মিতা বলেন, ‘‘আফস্পা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় ৷ এখানে তৃণমূল কংগ্রেস কিছু বলতে পারে না ৷ কারণ, এর সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িয়ে রয়েছে ৷’’

আরও পড়ুন :Amit Shah on Nagaland Firing : নাগাল্যান্ড গুলি-কাণ্ডের তদন্তে সিট গঠন, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বস্তুত, কংগ্রেসের আমলেই উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে আফস্পা কার্যকর করা হয় ৷ কিন্তু, সেখানেকার বহু মানুষই এই আইনের বিরোধী ৷ নাগাল্যান্ডের ঘটনার পর আফস্পা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন তৃণমূল সাংসদ ৷ তাঁর পরামর্শ, অবিলম্বে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিন অমিত শাহ ৷ একইসঙ্গে, নাগাল্যান্ডের ঘটনার তদন্তের জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিটি গড়ারও দাবি জানিয়েছেন সুস্মিতা ৷ কীভাবে কোনও প্ররোচনা ছাড়াই পরিচয় যাচাই না করে শ্রমিকদের উপর গুলি চালাল নিরাপত্তা বাহিনী ? সুস্মিতা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সেই তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনারও দাবি তুলেছেন ৷ উল্লেখ্য়, সম্প্রতি সীমানা সংক্রান্ত সমস্যা নিয়ে অসম ও মিজোরাম পুলিশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয় ৷ আজ পর্যন্ত সেই ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হল না কেন, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ ৷

Last Updated : Dec 6, 2021, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details