কলকাতা, 22 অক্টোবর : ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল ৷ এবার আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) । শুক্রবার প্রচার অভিযানে গিয়ে আক্রান্ত হন তিনি । সুস্মিতার অভিযোগ, "এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে । ত্রিপুরায় বিজেপি বিপ্লব দেব সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । তাই নির্বিচারে একের পর এক হামলার ঘটনা ঘটাচ্ছে ।" ইতিমধ্যেই ঘটনার নিন্দা করে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷
জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরার আমতালি থানায় অভিযোগ জানিয়েছেন সাংসদ ৷ এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব যখন 'ত্রিপুরার জন্য তৃণমূল'-এর জন্য একটি গাড়িতে প্রচার চালাচ্ছিলেন, তখন আমতালি বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ করে আক্রমণ চালানো হয় ৷ শারীরিকভাবে আহত হয়েছেন সুস্মিতা দেব ৷
শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে নেমেছে তৃণমূল । আমতালিতে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যসভার সাংসদ ৷ সেই সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীরাও । সাংসদের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি ।