নয়াদিল্লি, 18 মার্চ : কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় ৷ সরাসরি বললেন যে মোদি সরকার আসলে ‘বেচুবাবুর সরকার’ ৷
সংসদে এখন চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৷ বৃহস্পতিবার সেই অধিবেশনে লোকসভা বলতে উঠে একাধিক ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করেন দমদমের সাংসদ সৌগত রায় ৷ বর্ষীয়ান এই তৃণমূল সাংসদের অভিযোগ যে কেন্দ্রীয় সরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে ৷ তাই মোদি সরকারকে তিনি ‘বেচুবাবুর সরকার’ বলে কটাক্ষ করেছেন ৷
একই সঙ্গে তাঁর দাবি, মোদি সরকার দেশের মানুষের কথা ভাবে না ৷ এটা ‘নিষ্ঠুর সরকার’ ৷ দেশের 29টি রাজ্যের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাবেন না বলেও সৌগত রায়ের অভিযোগ ৷ তাঁর দাবি, মোদি তো বাংলায় পড়ে আছেন ৷ বারবার বাংলায় যাচ্ছেন ৷ তবে এতে কিছু লাভ হবে না বলে তাঁর দাবি ৷ সৌগতবাবুর কটাক্ষ, হারতে যাচ্ছে মোদি ৷
আরও পড়ুন :আজ পুরুলিয়ায় সভা, বাংলায় টুইট করে আগমন বার্তা মোদির
মোদি সরকারের সমালোচনায় সরব হওয়ায় লোকসভায় বিজেপি সাংসদদের সঙ্গে বাদানুবাদও হয় ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রূপায়ণ করতে দিচ্ছেন না ৷ এর পালটা প্রতিবাদও করেন সৌগত রায় ৷