কলকাতা, 19 জুন: আগামী 23 জুন বিহারের পটনায় বসতে চলেছে বিরোধীদের বৈঠক ৷ সেই বৈঠক নিয়ে রবিবার কটাক্ষ করেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ ৷ তা নিয়ে গেরুয়া শিবিরের এই সাংসদকে পালটা নিশানা করেছেন তৃণমূলের সৌগত রায় ও কংগ্রেসের গৌরব বল্লভ ৷ তাঁরা দু’জনেই রবিশঙ্করের মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন ৷
আর বছরখানেক পরই লোকসভার নির্বাচন ৷ সেই ভোটে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে তৎপর বিজেপি বিরোধী দলগুলি ৷ সেই কারণে বিরোধীদের মধ্যে ঐক্য তৈরি করতে আগামী 23 জুন পটনায় বৈঠক বসছে ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালের মতো আঞ্চলিক হেভিওয়েট রাজনৈতিক নেতারা যেমন উপস্থিত থাকবেন, তেমনই থাকার কথা কংগ্রেসের রাহুল গান্ধিরও ৷
সেই বৈঠক নিয়ে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তুলেছেন যে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন ? তাঁর কটাক্ষ, এই বিরোধীদের মধ্যে সবসময় ঝগড়া হয় । এটা ক্ষমতার জন্য স্বার্থপরদের জোট । যেহেতু তারা একা প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়াই করতে পারে না, তাই তারা একসঙ্গে হওয়ার চেষ্টা করছে ৷ তাঁর আরও দাবি, ভারতীয়রা এখন স্থায়ী সরকার চান ৷ এমন সরকার চান না যেখানে একগুচ্ছ নেতা একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন ৷