নয়াদিল্লি, 1 নভেম্বর: ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে সরাসরি প্রশ্ন করতে চান তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ বুধবার লোকসভার এথিক্স কমিটিকে চিঠি লিখে সেই কথাই জানিয়েছেন তিনি ৷ মহুয়ার বক্তব্য, তাঁকে প্রশ্ন করতে দেওয়া না হলে, সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে ৷
আগামিকাল, বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির কাছে তাঁর হাজিরা দেওয়ার কথা ৷ মহুয়ার বিরুদ্ধে ওঠা ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টি নিয়েই তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি ৷ বুধবার তিনি সেই বিষয়েই চিঠি লেখেন সংশ্লিষ্ট কমিটিকে ৷ তাঁর চিঠিটি সোশাল মিডিয়া মারফত মহুয়া প্রকাশ্যে এনেছেন ৷ মহুয়ার অভিযোগ, তাঁকে তলব করা সংক্রান্ত পুরো বিষয়টি আগে থেকে কমিটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ৷ তাই তিনি যে চিঠি লিখেছেন, সেটা তিনি আগেই সংবাদমাধ্যমে জানিয়ে দিলেন ৷
চিঠিতে মহুয়া লিখেছেন যে আগামী 2 নভেম্বর তিনি এথিক্স কমিটির সামনে উপস্থিত হবেন ৷ আর তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে তা যে ভুল, সেটা প্রমাণ করবেন ৷ এই বিষয়ে এথিক্স কমিটির ফৌজদারি এক্তিয়ারের অভাব রয়েছে বলে তাঁর দাবি ৷ তাই তিনি কোনও তদন্তকারী সংস্থা দ্বারা তদন্তের উপর বেশি জোর দিয়েছেন ৷
পাশাপাশি এথিক্স কমিটির কাছে সব অভিযোগ স্বীকার করে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি যে হলফনামা জমা দিয়েছেন, সেই হলফনামায় প্রয়োজনীয় প্রমাণের অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তাই তিনি এই বিষয়ে সরাসরি দর্শন হিরানন্দানিকে কমিটির সামনে প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷
আরও পড়ুন:2 তারিখ এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন, জানালেন মহুয়া
চিঠিতে মহুয়া লিখেছেন, "অভিযোগের গুরুত্ব বিচার করে, এটা অপরিহার্য যে অভিযুক্ত 'ঘুষদাতা' দর্শন হিরানন্দানি, যিনি কমিটির কাছে একটি 'স্বতঃপ্রণোদিত' হলফনামা দিয়েছেন এবং সেখানে কোনও প্রামাণ্য নথি নেই, তাঁকে জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হবে । কমিটির সামনে তাঁর ঘুষের পরিমাণ, তারিখ ইত্যাদি-সহ একটি নথিভুক্ত সামগ্রীগুলির প্রমাণ সরবরাহ করা উচিত ।"
তিনি আরও লিখেছেন, "আমি উল্লেখ করতে চাই যে প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিগুলি মেনে আমি হিরানন্দানিকে জেরা করার আমার অধিকার প্রয়োগ করতে চাই ৷" এটা না হলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে না বলেও ওই চিঠিতে দাবি করেছেন মহুয়া মৈত্র ৷
উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনি এই নিয়ে প্রথমে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লেখেন ৷ সেই চিঠির প্রেক্ষিতেই বিষয়টি চলে যায় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ তার পর বিষয়টি নিয়ে তদন্ত করছে ওই কমিটি ৷