দিল্লি/কলকাতা, 17 নভেম্বর: চারপেয়েদের থেকে দু'পেয়ে জন্তুরা অনেক বেশি ভয়ানক ৷ টুইটে এমনই দাবি করলেন মহুয়া মৈত্র ৷ সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড় নিয়ে একাধিক খবর শিরোনামে উঠে এসেছে (Mahua Moitra tweets Far more dangerous beasts on 2 legs) ৷
গুরুগ্রাম পৌরনিগমকে (Gurugram Municipal Corporation of Gurugram) 11টি বিদেশি প্রজাতির কুকুর রাখায় নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে গুরুগাঁওয়ের কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন ৷ একটি সংবাদপত্রে প্রকাশিত এই খবরটি পোস্ট করেন সারমেয়প্রেমী মহুয়া ৷ তাঁর নিজেরও একটি রটউইলার (বিদেশি প্রজাতির) আছে (TMC MP Mahua Moitra tweets in protest of pet dog ban in Gurgaon) ৷
লোকসভার তৃণমূল সাংসদ লেখেন, "এরকম হাস্যকর খবর এর আগে কখনও শুনিনি ৷ এ ধরনের বোধবুদ্ধিহীন নিষেধাজ্ঞার কথা কারা চিন্তা করে ? দু'পেয়ে জন্তুরা অনেক বেশি খতরনাক ৷" এর সঙ্গে তিনি তাঁর পোষ্য হেনরির একটি ছবিও পোস্ট করে লেখেন, "যাইহোক, ঈশ্বরকে ধন্যবাদ, আমার হেনরি কোনও ভাবে গুরগাঁও পছন্দ করে না ৷"
আরও পড়ুন: পোষ্য কামড়ালে এবার মালিককে দিতে হবে 10 হাজার টাকা, কবে থেকে লাগু এই নিয়ম ?
প্রকাশিত ওই খবরে গুরুগাঁওয়ের কমিশন নির্দেশ দিয়েছে, রটউইলার-সহ 11টি বিদেশি প্রজাতির কুকুর বাড়িতে রাখা যাবে না ৷ 2016-য় কেন্দ্রীয় সরকারের একটি নোটিফিকেশন তুলে ধরে কমিশন জানায়, আমেরিকান পিট-বুল টেরিয়ারস, ডোগো আর্জেন্টিনো, রটউইলারের মতো কুকুর (Foreign breed dog) পোষা নিষিদ্ধ করা হবে ৷ গুরুগ্রাম পৌরনিগমকে এধরনের কুকুরগুলিকে হেফাজতে নিতে বলেছে কমিশন এবং তাদের রেজিস্ট্রেশনও বাতিল করতে হবে ৷ হঠাৎ এমন ফরমান জারির সম্ভাবনায় মাথায় হাত পোষ্য মালিকদের ৷ রাস্তা থেকে সব কুকুরকে তুলে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷
গুরগাঁওয়ে অগস্ট মাসে এক মহিলা কুকুরের কামড়ে জখম হয়েছিলেন ৷ তাঁকে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে 2 লক্ষ টাকা দেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন ৷ এর সঙ্গে ইতিমধ্যে কুকুর পোষা নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে পৌরপ্রশাসন ৷ একটি পরিবারে একটি কুকুর থাকবে ৷ পৌরপ্রশাসনের কাছে কুকুরের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ৷ রাস্তায় বেরলে কুকুরের মুখ একটি জাল দিয়ে ঢেকে রাখতে হবে ৷ নথিভুক্ত প্রতিটি কুকুরের গলায় একটি কলার পরাতে হবে ৷ তাতে মেটাল টোকেনে একটি নম্বর লেখা এবং একটি মেটাল চেন দিয়ে তাঁকে বেঁধে রাখার ফরমান দিয়েছে স্থানীয় পৌরপ্রশাসন ৷ এসবে পোষ্যপ্রেমীরা কী করবেন বুঝে উঠতে পারছেন না ! অনেকের কাছেই একটির বেশি বিদেশি কুকুর আছে ৷ তাঁরা কুকুরগুলিকে তাঁদের সন্তানস্নেহে মানুষ করেন ৷
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পরিচিত সারমেয়প্রেমী ৷ তিনি প্রায়শই সামাজিক মাধ্যমে তাঁর পোষ্য রটউইলার হেনরির ছবি পোস্ট করেন ৷ মহুয়া-অনুরাগীদের কাছে হেনরিও এখন জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ৷ হেনরির হাজার হাজার লাইক পায়, সঙ্গে নানান মতামত ৷ স্বাভাবিক যে, এমন খবরে মহুয়া মৈত্র চটবেন !
আরও পড়ুন:"রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খাওয়াচ্ছেন চিকিৎসার দায় তাঁদের", নির্দেশ সুপ্রিম কোর্টের