পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Slams Adani: বিদেশ বিনিয়োগ টানতেও কারচুপি আদানির, সরব মহুয়া মৈত্র - আদানি গোষ্ঠী

আদানি ইস্যুতে বুধবার টুইটারে সরব হলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra Slams Adani) ৷ বিদেশি বিনিয়োগ (FDI) টানতে আদানি গোষ্ঠী কারচুপি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷

Mahua Slams Adani
Mahua Slams Adani

By

Published : Mar 22, 2023, 4:01 PM IST

কলকাতা, 22 মার্চ: আদানি ইস্যুতে ফের সরব তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ বুধবার তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন সেবি (SEBI), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও আয়কর বিভাগের (Income Tax) দিকে ৷ জানতে চাইলেন, ‘‘এর মধ্যে কী কোনও সম্পর্ক রয়েছে, নাকি কোনও সম্পর্কই নেই ?’’

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট (Hindenburg Report on Adani) সামনে আসার পর থেকে বারবার আদানি ইস্যুতে সরব হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ কখনও তিনি লোকসভার অন্দরে প্রশ্ন তুলেছেন মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে ৷ আবার কখনও তিনি টুইটারে নানা প্রশ্ন তুলেছেন আদানি গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ৷ এদিনও তিনি টুইট করেই আদানি গোষ্ঠীর কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

এক্ষেত্রে তিনি একটি সংবাদমাধ্যমের রিপোর্টকে হাতিয়ার করেছেন ৷ যে রিপোর্ট অনুযায়ী, আদানি গোষ্ঠীতে (Adani Group) যে পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (Foreign Direct Investment) হয়েছিল, তার অর্ধেকই এমন সব অফশোর সংস্থার সঙ্গে যুক্ত যেখানে শিল্পপতি গৌতম আদানির পারিবারিক সংযোগ রয়েছে ৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট

মহুয়া ওই প্রতিবেদনের দু’টি স্ক্রিনশট শেয়ার করেছেন ৷ একটিতে সংশ্লিষ্ট প্রতিবেদনের শিরোনাম ও প্রচ্ছদ ছবিটি রয়েছে ৷ যে ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) গৌতম আদানির সঙ্গে হাত মেলাতে দেখা যাচ্ছে ৷ অন্য স্ক্রিনশটটিতে আদানি গোষ্ঠীতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তথ্য তুলে ধরেছেন ৷ আর সামগ্রিকভাবে প্রশ্ন তুলেছেন যে এই ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে কি না !

প্রসঙ্গত, বুধবার সকালেই আদানি ইস্যুতে একদফা সরব হয়েছিলেন মহুয়া ৷ তবে সেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তাঁর সরাসরি কোনও অভিযোগ ছিল না ৷ কিন্তু ইঙ্গিতে তিনি আদানিকেই কাঠগড়ায় তুলেছিলেন ৷ সেখানে মহুয়া দাবি করেছিলেন যে মিস্টার এ-র পক্ষ থেকে তাঁর বন্ধুদের ভয় দেখানো হচ্ছে ৷ বলা হচ্ছে তাঁকে চুপ করার জন্য চাপ দিতে ৷ না হলে ওই বন্ধুদের ব্যবসায় ইডি ও সিবিআইকে দিয়ে তল্লাশি অভিযান চালানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে ৷

সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভয় দেখিয়ে সত্যিকে চাপা দেওয়া যাবে না ৷ প্রথম টুইটটি তিনি করেন বেলা 12টা 8 মিনিটে ৷ পরের টুইটটি তিনি করেন দুপুর 2টো 44 মিনিটে ৷

আরও পড়ুন:তাঁর বন্ধুদের ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে মিস্টার এ, কার দিকে ইঙ্গিত মহুয়ার ?

ABOUT THE AUTHOR

...view details