নয়াদিল্লি, 4 ডিসেম্বর: শীতকালীন অধিবেশন সোমবার শুরু হল সংসদে ৷ প্রথমদিন স্বমহিমায় হাজির ছিলেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ৷ তবে তিনি এ দিন ঘুষ নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত বিতর্কের কোনও জবাব দিতে চাননি ৷ তিনি জানিয়েছেন, লোকসভার এথিক্স কমিটি আগে ওই রিপোর্ট পেশ করুক ৷ তার পর তিনি এই বিষয়ে মন্তব্য করবেন ৷
তিনি বলেন, "যখন এটা (সংসদে) পেশ করা হয়নি, তখন আমি কী বলব ? যদি তারা পেশ করত, আমি কিছু বলতাম । তারা যখন পেশ করবে, তখন আমি কথা বলব... ৷"
উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ প্রথম তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ নিশকান্তের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লোকসভার এথিক্স কমিটি ৷ সেই কমিটির রিপোর্ট চলতি শীতকালীন অধিবেশনেই লোকসভায় পেশ হওয়ার কথা ৷
যদিও তার আগেও সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে যে এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের কথা বলে রিপোর্ট তৈরি করেছে ৷ লোকসভায় রিপোর্ট পেশের সময় কমিটির চেয়ারম্যান সেই সুপারিশই করবেন ৷ এই প্রসঙ্গে নিশিকান্ত দুবে জানিয়েছেন যে তিনি এথিক্স কমিটির রিপোর্টের বিষয়ে কিছুই জানেন না ৷
তিনি বলেন, ‘‘...প্রতিবেদন পেশ করা হোক । রিপোর্টে কি উল্লেখ আছে, আমি জানি না...আমার যা বলার ছিল, আমি এথিক্স কমিটির সামনে বলেছি...রিপোর্ট পেশ করার পরই আমি মন্তব্য করতে পারব । বেলা 12 টার পর রিপোর্ট পেশ করা হবে... রিপোর্ট কীভাবে ফাঁস হল আমি জানি না, আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী ফাঁস করেছেন... ৷’’ শেষ খবর পাওয়া পর্যন্ত রিপোর্ট পেশ হয়নি লোকসভায় ৷