নয়াদিল্লি, 8 ডিসেম্বর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ । শুক্রবার এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর ধ্বনি ভোটে প্রস্তাব পাশ হয় লোকসভায় । এরপরই লোকসভার অধ্যক্ষ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন । এদিন মহুয়ার বিরুদ্ধে 495 পাতার রিপোর্ট পেশ করে লোকসভার এথিক্স কমিটি । যার মধ্যে 52 নম্বর পাতায় মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের আর্জি । এদিন রিপোর্ট পেশেপ পর সংসদীয় মন্ত্রী মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের প্রস্তাব রাখেন । আর সেই প্রস্তাবের উপরেই ভোটাভুটি হয় ।
সোমবার পেশ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার লোকসভায় পেশ করা হয় "ক্যাশ ফর কোয়েরি" মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট । একই সঙ্গে কমিটি সুপারিশ করে, মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হোক। রিপোর্টে বলা হয়েছে, "মহুয়া মৈত্রের গুরুতর অপকর্মের জন্য কঠোর শাস্তির আহ্বান জানানো হয়েছে। কমিটি তাই সুপারিশ করেছে যে, মহুয়া মৈত্রকে সপ্তদশ লোকসভার সদস্যপদ থেকে বহিষ্কার করা যেতে পারে ।" একই সঙ্গে, সরকারী তদন্তের আহ্বান জানিয়ে রিপোর্টে এও বলা হয়েছে, "মহুয়া মৈত্রের অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক আচরণের পরিপ্রেক্ষিতে কমিটি ভারত সরকারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি, প্রাতিষ্ঠানিক তদন্তেরও সুপারিশ করেছে।" কমিটি 'কুইড প্রো কো'-এর অংশ হিসেবে মহুয়া মৈত্র এবং দর্শন হিরানন্দানির মধ্যে নগদ লেনদেনের 'মানি ট্রেইল' নিয়ে কেন্দ্রীয় সরকারকে তদন্তের সুপারিশও করেছে।