পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra Tweet: তাঁর বন্ধুদের ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে মিস্টার এ, কার দিকে ইঙ্গিত মহুয়ার ? - মোদি সরকার

তাঁর বন্ধুদের ইডি-সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ তাঁর কণ্ঠরোধ রোধ করতেই এই ভয় দেখানো হচ্ছে বলে তাঁর অভিযোগ ৷

Mahua Moitra Tweet
Mahua Moitra Tweet

By

Published : Mar 22, 2023, 1:13 PM IST

Updated : Mar 22, 2023, 3:38 PM IST

কলকাতা, 22 মার্চ: তাঁর কণ্ঠরোধ করতে হুমকি দেওয়া হচ্ছে বলে বুধবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ এদিন টুইট করে তিনি এই অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, সরাসরি তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে না ৷ হুমকি দেওয়া হচ্ছে তাঁর বন্ধুদের ৷ তিনি চুপ না-করলে তাঁর বন্ধুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিবিআই (CBI) ও ইডি (ED) দিয়ে অভিযান চালানো হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে ৷

ওই টুইটে মহেশ রেড্ডি নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ টুইটেই ওই মহেশ রেড্ডির উদ্দেশ্য়ে তিনি লিখেছেন, ‘‘জনৈক মহেশ রেড্ডিকে আমি বলছি যে এই ধরনের সস্তা মাফিয়া কৌশল নেওয়া বন্ধ করতে ৷ না-হলে আমি তাঁর কাছে ইডি ও সিবিআই-এর দল তল্লাশি অভিযানের জন্য পাঠাতে বলব ৷’’

প্রসঙ্গত, কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে বরাবরই সরব মহুয়া ৷ সংসদের ভিতরে হোক বা বাইরে, বিভিন্ন ইস্যুতে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁকে তীক্ষ্ণ সমালোচনা করতে দেখা যায় ৷ চলতি বছরের বাজেট অধিবেশনের প্রথম ও দ্বিতীয় পর্বে তাঁকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ প্রতিটি ক্ষেত্রেই তিনি আওয়াজ তুলেছেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ৷

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর টুইট

কারণ, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানিদের নিয়ে একটি রিপোর্ট পেশ করে (Hindenburg Report on Adani Group) ৷ ওই রিপোর্টে দাবি করা হয় যে আদানিরা শেয়াররের দরে জালিয়াতি করছে ৷ আদানিদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা সমালোচনা করা হয়েছে হিন্ডেনবার্গের ৷

কিন্তু এই নিয়ে বিরোধীরা সরব হয় কেন্দ্রের বিরুদ্ধে ৷ বাজেট অধিবেশনের প্রথম পর্ব অচল করে দেয় বিরোধীরা ৷ রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব নিয়ে বলতে উঠেও বিরোধী সাংসদ আদানি ইস্যুতে মোদি সরকারকে বিঁধেছিল (Oppositions Slam Centre on Adani Issue) ৷ মহুয়া মৈত্রও কড়া সমালোচনা করেছিলেন ৷ এছাড়া এই নিয়ে নিয়মিত টুইট করতে দেখা যায় তৃণমূলের এই সাংসদকে ৷ ফলে এই নিয়ে তাঁকে চুপ করে যেতে বলা হচ্ছে বলে ইঙ্গিত করেছেন মহুয়া ৷

কিন্তু কে হুমকি দিচ্ছে, সেই বিষয়টি স্পষ্ট করেননি লোকসভার এই সাংসদ ৷ শুধু টুইটে ‘মিস্টার এ’-র কথা উল্লেখ করেছেন ৷ ওয়াকিবহাল মহলের মতে, কারও নাম বা পদবিতে এ অক্ষরটি রয়েছে, এমন কাউকে বোঝাতে চেয়েছেন মহুয়া ৷ ঘটনাচক্রে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) পদবিতেও এ অক্ষরটি রয়েছে ৷ তাহলে কি মহুয়া সেই দিকেই ইঙ্গিত করেছেন ?

আরও পড়ুন:আদানি ইস্যুতে মোদিকে অস্কার খোঁচা মহুয়ার

Last Updated : Mar 22, 2023, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details