নয়াদিল্লি, 16 এপ্রিল: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সাক্ষাৎকার এবং তার প্রতিক্রিয়া থেকে নজর ঘোরাতেই আতিক আহমেদ ও তাঁর ভাইকে প্রকাশ্যে গুলি করে খুন করা হল ! বিজেপি ভারতবর্ষে মাফিয়াতন্ত্র কায়েম করছে ! তিন আততায়ীর গুলিতে আতিক ও তাঁর ভাইয়ের মৃত্যুর ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷
সংবাদমাধ্যমে সত্যপাল মালিকের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই সরব হয়েছেন মহুয়া ৷ এই বিষয়ে 15 এপ্রিল থেকে একের পর এক টুইটে তোপ দেগেছেন তিনি ৷ এরই মধ্যে শনিবার রাতে উত্তরপ্রদেশ পুলিশের কার্যত 'নাকের ডগায়' খুন হন আইনজীবী উমেশ পাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আতিক আহমেদ ও তাঁর ভাই ৷ তিনিও সংশ্লিষ্ট খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন ৷
এরই প্রেক্ষিতে মহুয়া লেখেন, "সত্যপাল মালিকের সাক্ষাৎকারের প্রতিক্রিয়া থেকে নজর ঘোরাতেই উত্তরপ্রদেশ শ্যুটআউট ঘটিয়েছে বিজেপি ৷ এই সরকারের পক্ষে কোনও কিছুই করানো অসম্ভব নয় !" এখানেই থামেননি মহুয়া ৷ বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ লিখেছেন, "বিজেপি ভারতকে মাফিয়াতন্ত্রে পরিণত করছে ৷ আমি এই কথা এখানে বলব, আমি একথা বিদেশেও বলব ৷ আমি একথা সর্বত্র বলব ৷ কারণ, এটাই সত্যি ৷ হেফাজতে থাকা দুই ব্যক্তি পুলিশের এবং ক্য়ামেরার সামনেই খুন হয়ে গেলেন ৷ এই ঘটনা আইনের শাসনের মৃত্যু ৷"
সম্প্রতি বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত প্রসঙ্গে কিছু মন্তব্য করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তার পরবর্তী ঘটনাক্রম সকলের জানা ৷ কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, যিনি বা যাঁরাই বিজেপির 'আসল' রূপ প্রকাশ্যে আনার চেষ্টা করবেন, তাঁদের সঙ্গেই দমনমূলক আচরণ করা হবে ৷ রাহুল নিজে বহুবার দাবি করেছেন, তিনি এসবের তোয়াক্কা করেন না ৷ সত্যপালের সাক্ষাৎকার এবং আতিক হত্যা প্রসঙ্গে মহুয়ার টুইটে কার্যত রাহুলের সেই বক্তব্য়েরই অনুরণন শোনা গেল ! তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, বিজেপি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের যেকোনও প্রান্তে, এমনকী বিদেশেও সরব হতেও পিছপা হবেন না তিনি ৷