পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua slams BJP: সত্যপালের সাক্ষাৎকার থেকে নজর ঘোরাতেই খুন আতিক ! টুইটে তোপ মহুয়ার - পুলওয়ামা হামলা

আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের খুনের জন্য বিজেপিকেই দায়ী করলেন মহুয়া মৈত্র ৷ তাঁর সাফ কথা, সত্যপাল মালিকের সাক্ষাৎকার থেকে নজর ঘোরাতেই উত্তরপ্রদেশে এই শ্যুটআউট ঘটানো হয়েছে ৷

TMC MP Mahua Moitra claims Atique Ahmed Murder is arranged by BJP to deflect attention away from Satya Pal Malik interview
ফাইল ছবি

By

Published : Apr 16, 2023, 1:04 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সাক্ষাৎকার এবং তার প্রতিক্রিয়া থেকে নজর ঘোরাতেই আতিক আহমেদ ও তাঁর ভাইকে প্রকাশ্যে গুলি করে খুন করা হল ! বিজেপি ভারতবর্ষে মাফিয়াতন্ত্র কায়েম করছে ! তিন আততায়ীর গুলিতে আতিক ও তাঁর ভাইয়ের মৃত্যুর ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

সংবাদমাধ্যমে সত্যপাল মালিকের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই সরব হয়েছেন মহুয়া ৷ এই বিষয়ে 15 এপ্রিল থেকে একের পর এক টুইটে তোপ দেগেছেন তিনি ৷ এরই মধ্যে শনিবার রাতে উত্তরপ্রদেশ পুলিশের কার্যত 'নাকের ডগায়' খুন হন আইনজীবী উমেশ পাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আতিক আহমেদ ও তাঁর ভাই ৷ তিনিও সংশ্লিষ্ট খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন ৷

এরই প্রেক্ষিতে মহুয়া লেখেন, "সত্যপাল মালিকের সাক্ষাৎকারের প্রতিক্রিয়া থেকে নজর ঘোরাতেই উত্তরপ্রদেশ শ্যুটআউট ঘটিয়েছে বিজেপি ৷ এই সরকারের পক্ষে কোনও কিছুই করানো অসম্ভব নয় !" এখানেই থামেননি মহুয়া ৷ বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ লিখেছেন, "বিজেপি ভারতকে মাফিয়াতন্ত্রে পরিণত করছে ৷ আমি এই কথা এখানে বলব, আমি একথা বিদেশেও বলব ৷ আমি একথা সর্বত্র বলব ৷ কারণ, এটাই সত্যি ৷ হেফাজতে থাকা দুই ব্যক্তি পুলিশের এবং ক্য়ামেরার সামনেই খুন হয়ে গেলেন ৷ এই ঘটনা আইনের শাসনের মৃত্যু ৷"

সম্প্রতি বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত প্রসঙ্গে কিছু মন্তব্য করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তার পরবর্তী ঘটনাক্রম সকলের জানা ৷ কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, যিনি বা যাঁরাই বিজেপির 'আসল' রূপ প্রকাশ্যে আনার চেষ্টা করবেন, তাঁদের সঙ্গেই দমনমূলক আচরণ করা হবে ৷ রাহুল নিজে বহুবার দাবি করেছেন, তিনি এসবের তোয়াক্কা করেন না ৷ সত্যপালের সাক্ষাৎকার এবং আতিক হত্যা প্রসঙ্গে মহুয়ার টুইটে কার্যত রাহুলের সেই বক্তব্য়েরই অনুরণন শোনা গেল ! তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, বিজেপি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের যেকোনও প্রান্তে, এমনকী বিদেশেও সরব হতেও পিছপা হবেন না তিনি ৷

উল্লেখ্য, সংবাদমাধ্যমে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংয়ের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ৷ সেই সাক্ষাৎকারে সত্যপাল দাবি করেছেন, উনিশের লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতি স্পষ্ট ছিল ! সেকথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তিনি জানিয়েছিলেন ৷ কিন্তু, তাঁরা দু'জনই তাঁকে 'চুপ' করে থাকতে বলেন !

এ নিয়ে মহুয়ার বক্তব্য হল, "জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল খুব স্পষ্ট একটি সাক্ষাৎকার দিয়েছেন ৷ তাতে পুলওয়ামা কাণ্ডের পিছনে থাকা মিথ্য়া প্রকাশ্যে আনা হয়েছে ৷ আরএসএসের লোকেরা কীভাবে আদানির জন্য ঘুষ দেয় তার কথা বলা হয়েছে ৷" মহুয়ার আক্ষেপ, এই সমস্ত তথ্যগুলি নিয়ে প্রথম সারির সংবাদমাধ্যম সেভাবে সরব হয় না ৷ তাঁর প্রশ্ন, "আর কত দিন ভারতীয় সংবাদমাধ্যম এভাবে হামাগুড়ি দেবে ?"

আরও পড়ুন:'উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি কি হয়নি ?' বিজেপিকে প্রশ্ন কুণালের

এদিকে, সত্যপালের সাক্ষাৎকার নিয়ে মুখে কুলুপ বিজেপি শীর্ষ নেতৃত্বের ৷ সংশ্লিষ্ট সাক্ষাৎকারে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল দাবি করেছেন, পুলওয়ামা হামলায় যে 40 জন জওয়ান প্রাণ হারান, তাঁদের গন্তব্য়ে পৌঁছে দিতে পাঁচটি এয়ারক্রাফ্ট চেয়েছিল সিআরপিএফ ৷ কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রক সেই আবেদন খারিজ করে দেয় ! উপরন্তু, যে বারুদবোঝাই ট্রাক সেনার কনভয়ে হামলা চালায়, ঘটনার আগে পর্যন্ত লাগাতার কয়েকদিন ধরে সেটি উপত্যকায় নানা পথে টহল দিয়েছিল ! অথচ, প্রশাসনের কাছে সেই সংক্রান্ত খবর ছিল না ! এমনকী, যে রাস্তা দিয়ে সেনার কনভয় যাচ্ছিল, সেই রাস্তার সঙ্গে সংযুক্ত ছোট রাস্তাগুলিকে ব্যারিকেড পর্যন্ত করা হয়নি ! এই সমস্ত ঘটনাকেই স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতি বলে মনে করেন সত্যপাল ৷

ABOUT THE AUTHOR

...view details