পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: 'রাতে কার সঙ্গে কথা', এথিক্স কমিটির নোংরা প্রশ্নে স্পিকারকে চিঠি ক্ষুব্ধ মহুয়া - এথিক্স কমিটি

এথিক্স কমিটির বৈঠক ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার বহুজন সমাজপার্টির সাংসদ দানিশ আলি-সহ বিরোধী দলের সাংসদরাও সংসদের এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 3:53 PM IST

Updated : Nov 2, 2023, 10:46 PM IST

এথিক্স কমিটির মিটিং থেকে বেরিয়ে গেলেন মহুয়া

নয়াদিল্লি, 2 নভেম্বর: এথিক্স কমিটির বৈঠক ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার বহুজন সমাজপার্টির সাংসদ দানিশ আলি-সহ বিরোধী দলের সাংসদরাও সংসদের এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এদিন তাঁর বিরুদ্ধে ওঠা 'ক্যাশ ফর কোয়েরি' অভিযোগের বিষয়ে সংসদের নীতিশাস্ত্র কমিটির সামনে হাজির হয়েছিলেন। কিন্তু মাঝপথেই কমিটির বৈঠক থেকে মহুয়া-সহ অন্যান্য বিরোধী সাংসদ যারা এথিক্স কমিটির সদস্য তাঁদেরও বেরিয়ে যেতে দেখা যায় ৷

বৃহস্পতিবার লোকসভার নীতিশাস্ত্র কমিটির বিরোধী সদস্যরা মহুয়া মৈত্রের সঙ্গেই বৈঠক থেকে বেরিয়ে আসেন ৷ প্যানেলের চেয়ারপারসন তৃণমূল সাংসদকে ব্যক্তিগত এবং অনৈতিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন বলে অভিযোগ তুলেছেন কমিটির বিরোধী সদস্যরা। ওয়াক-আউটের পর কংগ্রেস সাংসদ এবং প্যানেলের অন্যতম সদস্য এন উত্তম কুমার রেড্ডি বলেন, "মহুয়া মৈত্রকে নীতিশাস্ত্র কমিটির চেয়ারপারসন যে প্রশ্নগুলি করেছেন, সেগুলি অসম্মানজনক এবং অনৈতিক বলে মনে করেছি আমরা।" একই সঙ্গে, কমিটির বিরোধী সদস্যরা কমিটির সভা যেভাবে পরিচালিত হয়েছে তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছিল। অন্যদিকে, বিএসপি সাংসদ দানিশ আলি বৈঠক থেকে বেরিয়ে বলেন, "রাতে কার সঙ্গে কথা, এসব ব্যক্তিগত প্রশ্ন করবেন চেয়ারম্যান ?" সেকারণেই তাঁরা ওয়াক-আউট করেছেন বলেও জানিয়েছেন বিরোধী সাংসদরা ৷

বিরোধী সদস্যদের প্রতিবাদের পরও অবশ্য কমিটি তাদের আলোচনা অব্যাহত রেখেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ একই সঙ্গে, তিনি নির্দোষ সেই আবেদনও করেছেন ৷ সংসদীয় কমিটিকে তিনি জানিয়েছেন, অভিযোগটি আইনজীবী জয় অনন্ত দেহদ্রয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার পরে শত্রুতা করে এসব রটনা ছড়িয়েছে ৷

আরও পড়ুন: এথিক্স কমিটির কাছে ঘুষ নেওয়ার অভিযোগ খারিজ করে জয়ের বিরুদ্ধেই দায় চাপালেন মহুয়া !

এদিন এথিক্স কমিটির বৈঠকে কংগ্রেস সাংসদ রেড্ডি এবং বিএসপি-র দানিশ আলি-সহ কিছু বিরোধী সাংসদের সমর্থন পেয়েছেন মহুয়া ৷ যদিও ভিডি শর্মা-সহ কয়েকজন বিজেপি সদস্যের অভিযোগ, অভিযোগের মূল অংশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কিছু বক্তব্য ইচ্ছাকৃতভাবে তৃণমূল সাংসদ তুলে এনেছেন ৷ সূত্রের খবর, নীতিশাস্ত্র কমিটির সামনে মহুয়ার জবানবন্দির একটি বড় অংশ ছিল দেহদরয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয় ৷

অন্যদিকে এদিন পালটা লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে এথিক্স কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগড়ে দিয়েছেন মহুয়া মৈত্র ৷ তিনি লিখেছেন, "এথিক্স কমিটির শুনানিতে চেয়ারম্যান আমার সঙ্গে অনৈতিক, নোংরা, এবং পক্ষপাতদুষ্ট আচরণ করেছে ৷ সে সম্পর্কে আপনাকে অবগত করতে আমি অত্যন্ত যন্ত্রণার সঙ্গে আপনাকে চিঠি লিখছি। আমি আপনাকে অবিলম্বে এথিক্স কমিটি শুনানির আড়ালে যে ব্যক্তিগত অবমাননা এবং বিদ্বেষপূর্ণ আচরণের শিকার হতে হচ্ছে আমাকে তার থেকে সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করব ৷"

(এএনআই)

Last Updated : Nov 2, 2023, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details