পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra Slams Ethics Committee: এথিক্স কমিটিকে তীব্র তোপ! কী কী অপেক্ষা করছে মহুয়ার জন্য ?

সংসদের এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করার সুপারিশ করেছে বৃহস্পতিবার ৷ তারপর আজই তিনি এথিক্স কমিটিকে কড়া কটাক্ষ করলেন ৷ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে কমিটিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের লোকসভার সাংসদ।

ETV Bharat
মহুয়া মৈত্র

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 12:08 PM IST

Updated : Nov 10, 2023, 12:57 PM IST

নয়াদিল্লি, 10 নভেম্বর: এথিক্স কমিটিকে 'সালিশি সভা' বলে তোপ দাগলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার এথিক্স কমিটি তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে রিপোর্ট পাঠিয়েছে ৷ এই ঘটনার পর শুক্রবার সকালে তিনি সোশাল মিডিয়ায় একটি সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকার পোস্ট করেন ৷

এর সঙ্গে তিনি লেখেন, "অনৈতিকভাবে আমায় এথিক্স কমিটি বহিষ্কার করছে ৷ সংসদীয় রাজনীতির ইতিহাসে এই ঘটনা প্রথম আমার সঙ্গে ঘটল ৷ এভাবে সংসদীয় ইতিহাসে জায়গা পেয়ে আমার গর্ব হচ্ছে ৷ প্রথমে আমায় বহিষ্কার করুন ৷ তারপর সিবিআই-কে বলুন তদন্ত করে প্রমাণ খুঁজে বের করতে ৷" পাশাপাশি এই গোটা বিষয়টিকে তিনি সালিশি সভা এবং বাঁদরের তামাশা বলে অভিহিত করেছেন ৷ একই সঙ্গে টুইটে সাংসদ জানান বহিস্কার করার কথা এমন একটি কথা বলেছে যার এমন কিছু করার আইনন অধিকার নেই।

9 নভেম্বর, বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক হয় ৷ কমিটির প্রধান বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার 479 পাতার রিপোর্ট পেশ করেন ৷ তাতে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে ৷ এদিনের বৈঠকে এথিক্স কমিটির 10 জন সদস্য উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে 6 জন সাংসদ মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন ৷ কিন্তু বাকি 4 জন বিরোধী সাংসদ এই সুপারিশের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন ৷

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ: কৃষ্ণনগরের লোকসভা সাংসদ বারবার শিল্পপতি গৌতম আদানির সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গত মাসে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ করেন, মহুয়া মৈত্র টাকা নিয়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন করেছেন ৷ এর জন্য সাংসদ তাঁর এনআইসি মেলের আইডি, পার্সওয়ার্ড অন্য আরেক শিল্পপতি দর্শন হিরানন্দানিকে দিয়েছিলেন ৷ আর এই প্রশ্নগুলি পাঠাতে সাংসদের মেলটি ব্যবহার করতেন তিনি ৷ এর বদলে অবশ্য মহুয়াকে অর্থ দিয়েছেন শিল্পপতি ৷ দর্শন হিরানন্দনিও একটি হলফনামায় স্বীকার করে নিয়েছেন যে, তিনি মহুয়ার এনআইসি মেলের আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে সেখানে প্রশ্ন পাঠাতেন ৷ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সেই প্রশ্নগুলিই লোকসভায় তুলে ধরতেন মহুয়া ৷ এই ঘটনারই তদন্ত করছে সংসদের এথিক্স কমিটি।

এরপর কী হতে পারে ? 4 ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৷ লোকসভার অধ্যক্ষের কাছে এই রিপোর্ট পাঠানো হবে ৷ তিনি তা প্রকাশ করার নির্দেশ দিতে পারেন৷ মহুয়ার রিপোর্ট নিয়ে একটি আলোচনা হতে পারে ৷ এরপর এই বিষয়ে লোকসভায় আনা সরকার পক্ষের প্রস্তাবের উপর ভোটাভুটি হবে ৷ তার ভিত্তিতে ঠিক হবে, কমিটি যে সুপারিশ করেছে, তা মানা হবে কি না ৷ লোকসভার প্রাক্তন সাধারণ সচিব পিডিটি আচার্যের মতে, হয়তো এই প্রথমবার লোকসভা এথিক্স কমিটি কোনও সাংসদকে বহিষ্কারের কথা সুপারিশ করেছে ৷

কমিটি কী বলছে ? এই ঘটনায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছে এথিক্স কমিটি ৷ কারণ, শিল্পপতি দর্শন হিরানন্দানি দুবাইয়ে বাস করার অধিকার আছে ৷ তাঁর বহু আত্মীয় বিদেশি নাগরিক ৷ তাই হিরানন্দানির কাছে সাংসদের মেল আইডি ও পাসওয়ার্ড থাকায় দেশের গুরুত্বপূর্ণ, সংবেদনশীল তথ্য অন্য দেশের এজেন্সির কাছে চলে যেতে পারে বলে আশঙ্কার প্রকাশ করেছে এথিক্স কমিটি ৷

এথিক্স কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই কমিটিকে মহুয়ার মেল ব্যবহার সংক্রান্ত তথ্য দিয়েছে ৷ তাতে লোকসভা সাংসদ মহুয়া মৈত্রর ড্যাশবোর্ডটি আরব আমির শাহি থেকে ব্যবহার করা হয়েছে ৷ 2019 সালের জুলাই থেকে 2023 সালের এপ্রিল পর্যন্ত 47 বার তা ব্যবহৃত হয়েছে ৷

লোকসভার পোর্টালে বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে ৷ এখানে বিলের খসড়াও থাকে, যা আগেভাগে সাংসদরা পেয়ে থাকেন ৷ আমজনতা কোনওভাবে এর খোঁজ পেতে পারেন না ৷ মহুয়ার মেলটি যে সময়ে ব্যবহার করার অভিযোগ উঠেছে, সেই সময়ের মধ্যে তিন তালাকের মতো 20টি গুরুত্বপূর্ণ বিল আগে থাকতে আপলোড করা হয়েছিল ৷ এমনকী রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, 2019 সালের জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস বিলের মতো সংবেদনশীল বিলের ক্ষতি হতে পারত ৷

আরও পড়ুন:

Last Updated : Nov 10, 2023, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details