নয়াদিল্লি, 8 অগস্ট: তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েনের সাসপেনশন ঘিরে মঙ্গলবার একপ্রস্থ নাটকের সাক্ষী থাকল রাজ্যসভা ৷ এদিন অধিবেশন শুরুর কিছু পরেই মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা ৷ চেয়ারের অবমাননা করা হচ্ছে এই অভিযোগ তুলে এদিন ডেরেককে রাজ্যসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ কিন্তু পরে আবার জানা যায়, ডেরেকের বরখাস্তের নির্দেশ এদিন কার্যকর হয়নি ৷ এই প্রসঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান ধনকড় জানিয়েছেন, ডেরেককে সাসপেন্ড করার জন্য যে প্রাস্তব আনা হয়েছিল, সেটির উপর ভোটাভুটি হয়নি, তাই রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে আর বাধা নেই ডেরেকের ৷
এরআগে, মঙ্গলবার অসংসদীয় আচরণের অভিযোগে ডেরেককে রাজ্যসভা থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেন চেয়ারম্যান গজদীপ ধনকড় ৷ বিজেপির আনা প্রাস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন তিনি ৷ তার আগে ডেরেকের সঙ্গে ধনকড়ের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় ৷ বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি সাংসদদের সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের কথা কাটাকাটিও হয় ৷