পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhishek Slams Himanta : অসমের বন্যার দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ অভিষেকের - তৃণমূল কংগ্রেস

মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা রয়েছেন গুয়াহাটিতে ৷ এই নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে (Assam CM Himanta Biswa Sarma) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷

TMC MP Abhishek Banerjee Slams Himanta Biswa Sarma on Assam Flood
Abhishek Slams Himanta : অসমের বন্যার দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ অভিষেকের

By

Published : Jun 23, 2022, 4:31 PM IST

কলকাতা, 23 জুন : বন্যা পরিস্থিতি নিয়ে অসম সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ বৃহস্পতিবার টুইট করে তিনি কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Assam CM Himanta Biswa Sarma) বিরুদ্ধে ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক একই সঙ্গে রিটুইট করেছেন অসমের বন্যা (Assam Flood) পরিস্থিতির কিছু ছবিও ৷ সেই ছবিগুলি টুইট করা হয় অসম তৃণমূলের টুইটার হ্য়ান্ডেল থেকে ৷

টুইটারে অভিষেক লিখেছেন, ‘‘অসম যখন ডুবছে, তখন অসমের বিজেপি সরকার দিল্লির নির্দেশে বিক্ষুব্ধ বিধায়কদের আতিথেয়তায় ব্যস্ত ৷’’ একই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর প্রতি ডায়মন্ড হারবারের সাংসদের কটাক্ষ, ‘‘আমি আশা করছি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যা বিধ্বস্ত এলাকাগুলির দিকে বেশি খেয়াল রাখবেন এবং মহারাষ্ট্র সরকার ফেলার দিকে কম নজর দেবেন ৷’’ শেষে তিনি লিখেছেন, রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রিত সরকারের গুরুত্বগুলি স্পষ্ট দেখা যাচ্ছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) চলছে ৷ বিদ্রোহ করেছেন শিবসেনা বিধায়কদের একটা বড় অংশ ৷ তাঁদের নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারের (Maharashtra CM Uddhav Thackeray) মন্ত্রী একনাথ শিন্ডে ৷ তাঁরা এখন গুয়াহাটিতে রয়েছেন ৷ বিরোধীদের অভিযোগ, বিজেপির মদতেই এই ইন্ধন চলছে ৷

মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কের প্রথমে গুজরাটের সুরাটে ছিলেন ৷ সেখান থেকে তাঁরা চলে আসেন গুয়াহাটিতে ৷ অসমের বন্যা পরিস্থিতিতে কেন গুয়াহাটিকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে বিজেপি, সেই প্রশ্নও উঠেছে ৷

বৃহস্পতিবার এই নিয়ে বিক্ষোভও দেখায় তৃণমূল ৷ শিবসেনা (Shiv Sena) বিধায়করা যে হোটেলে রয়েছেন, সেই হোটেলের সামনেই বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ তার পর টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপি ও হিমন্তকে ৷

আরও পড়ুন :TMC Protests in Guwahati : মহা-সংকটে ‘অতিসক্রিয়’ হিমন্তর বিরুদ্ধে গুয়াহাটিতে তৃণমূলের বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details