আগরতলা, 31 অক্টোবর : দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ৷ ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার জনপ্রিয় বিভিন্ন সরকারি প্রকল্প ৷ রবিবার আগরতলায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ সভামঞ্চ থেকে বিজেপিকে হটিয়ে রাজ্যে তৃণমূলের সরকার গঠনের ডাক দেন তিনি ৷ আর সেই আবদনে অভিষেকের হাতিয়ার ছিল, পশ্চিমবঙ্গে তৃণমূলের কাজের খতিয়ান ৷ অভিষেকের প্রশ্ন, ‘‘বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার হলে ত্রিপুরার মেয়েরা কী দোষ করলেন ?’’ শুধু কন্যাশ্রী নয়, অভিষেকের প্রতিশ্রুতি ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়, তাহলে তিনমাসের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি প্রকল্প ত্রিপুরাতেও চালু হয়ে যাবে ৷
আরও পড়ুন :Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের
উন্নয়নের প্রশ্নে সরাসরি বিপ্লব দেব ও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, ‘‘বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের অর্থ হল ডাবল চোরের সরকার’’ ৷ অভিষেকের অভিযোগ, বাম আমলে ত্রিপুরার মানুষ যেটুকু স্বাধীনতা পেতেন, এখনও তাও নেই ৷ এখন মানুষ রাস্তায় বেরোতে ভয় পান ৷ বিপ্লব দেব আশ্বাস দিয়েছিলেন, মিসড কলের মাধ্যমে নতুন কর্মনিয়োগ হবে ৷ বদলে তাঁর আমলে 10 হাজার 323 জন শিক্ষকের চাকরি গিয়েছে ৷ রাজ্যে বেড়েছে বেকারত্ব ৷ মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে ৷ অভিষেকের বক্তব্য, নরেন্দ্র মোদি দেশের সমস্ত নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু সেই টাকা আজও পায়নি মানুষ ৷ অথচ, পশ্চিমবঙ্গে কন্য়াশ্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে ৷