পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saket Gokhale Gets Bail: ফের জামিন সাকেতের, গ্রেফতারি নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূল - সাংসদ জহর সরকার

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সাকেত গোখলেকে (TMC Leader Saket Gokhale) গ্রেফতার করা হয় ৷ তিনি জামিন পান ৷ তার পর আবার তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই মামলাতেও জামিন পেলেন তিনি (Saket Gokhale Gets Bail) ৷

TMC Leader Saket Gokhale gets bail after getting rearrested by gujarat police
Saket Gokhale Gets Bail: ফের জামিন সাকেতের, গ্রেফতারি নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূল

By

Published : Dec 9, 2022, 6:02 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: আবার জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale) ৷ শুক্রবার তিনি জামিন পেয়েছেন ৷ সাকেতের গ্রেফতারি নিয়ে এদিন দিনভর সরব ছিল তৃণমূল ৷ গুজরাতে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল ৷ অন্যদিকে রাজ্যসভায় সরব হয়েছেন সাংসদ জহর সরকার (Jawhar Sircar) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সাকেতের বিরুদ্ধে মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ওঠে ৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷

বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে । তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করা হয় । সেই গ্রেফতারিতেই শুক্রবার জামিন পেয়েছেন তিনি (Saket Gokhale Gets Bail) ৷

এদিকে সাকেতের গ্রেফতারি নিয়ে এদিন রাজ্যসভায় সরব হন সাংসদ জহর সরকার ৷ পরে তৃণমূলের সেই সংক্রান্ত একটি ভিডিয়ো টুইট করা হয় ৷ একই সঙ্গে লেখা হয়, হেনস্তা বা গ্রেফতার যাই করা হোক, তৃণমূলের কণ্ঠরোধ করা যাবে না ৷ তৃণমূল অগণতান্ত্রিক শক্তির নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হবে বলেও টুইটে জানিয়ে দেওয়া হয় ৷

এদিকে তৃণমূলের এক প্রতিনিধি দল এদিনই গুজরাতে যায় ৷ অন্যদিকে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

টুইটারে তিনি লেখেন, "গত তিন দিনের মধ্যে গুজরাত পুলিশ সাকেত গোখেলকে দু’বার গ্রেফতার করেছে, তাও এখনও আদর্শ আচরণবিধি বহাল রয়েছে ! নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে ৷ ক্রমাগত তারা বিজেপির (BJP) অনুগত হিসাবে কাজ করে চলেছে ৷ গণতন্ত্র ধ্বংসের মুখে রয়েছে !"

আরও পড়ুন:'গণতন্ত্র ধ্বংসের মুখে', ফের সাকেতের গ্রেফতারিতে তোপ অভিষেকের; গুজরাতে তৃণমূলের প্রতিনিধি দল

ABOUT THE AUTHOR

...view details