নয়াদিল্লি, 9 ডিসেম্বর: আবার জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale) ৷ শুক্রবার তিনি জামিন পেয়েছেন ৷ সাকেতের গ্রেফতারি নিয়ে এদিন দিনভর সরব ছিল তৃণমূল ৷ গুজরাতে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল ৷ অন্যদিকে রাজ্যসভায় সরব হয়েছেন সাংসদ জহর সরকার (Jawhar Sircar) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সাকেতের বিরুদ্ধে মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ওঠে ৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷
বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে । তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করা হয় । সেই গ্রেফতারিতেই শুক্রবার জামিন পেয়েছেন তিনি (Saket Gokhale Gets Bail) ৷