আগরতলা, 6 সেপ্টেম্বর : ভাইঝিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ত্রিপুরার তৃণমূলের এক নেত্রীকে ৷ পান্না দেব নামে ওই তৃণমূল নেত্রীকে গত শনিবার রাতে আগরতলা পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযোগ, পান্না দেব তাঁর ভাইঝি রাজশ্রী দেবকে মানসিকভাবে চাপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছেন ৷ রাজশ্রী দেবের সুইসাইড নোটে তেমনি উল্লেখ করা রয়েছে বলে পুলিশ আদালতে জানিয়েছে ৷ পান্না দেবকে গতকাল আদালতে তোলা হলে, 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
গত শনিবার আগরতলার বাসিন্দা রাজশ্রী দেব নামে ওই তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে ৷ রাজশ্রী দেব নামে ওই তরুণী স্থানীয় তৃণমূলের নেত্রী তথা আগরতলা পৌরনিগমের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর পান্না দেবের ভাইঝি ৷ জানা গিয়েছে, ওই তরুণী আতহত্যা করার আগে একটি নোট লেখেন ৷ যেখানে তিনি পান্না দেবকে দায়ী করেছেন ৷ ওই সুইসাইড নোট পুলিশের হাতে আসতেই গত শনিবার রাতে আগরতলা মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷
এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন: "পুলিশ আমাদের জানায়নি যে, সেখানে একটি সুইসাইড নোট আছে ৷ এটি প্রথম একটি মিডিয়া সংস্থা রিপোর্ট করেছিল, এবং তারপরে পরিবারটি তার অস্তিত্ব অস্বীকার করেছিল । কিছুদিন পরে আবার সেই নোটটি প্রকাশিত হল । এটি সন্দেহজনক ৷ তারা নোটটি নিয়ে প্ল্যান করতে কয়েক দিন সময় নিয়েছিল। "