নয়াদিল্লি, 29 জুলাই:কালী বিতর্কের পর আবারও শিরোনামে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এবার সংসদ চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে সাংসদদের চিকেন তন্দুরি খাওয়া নিয়ে বিজেপির কটাক্ষের জবাব দিলেন কৃষ্ণনগরের সাংসদ (Krishnanagagar TMC MP slammed BJP) ৷ পাশাপাশি কৌশলে উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে তৈরি হওয়া বিতর্ককেও ৷ চলতি বাদল অধিবেশন থেকে বেশ কিছু সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ রাজ্যসভা এবং লোকসভার এই সাংসদরাই টানা 50 ঘণ্টা ধরনা দেন সংসদ চত্বরে ৷ গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসে চিকেন তন্দুরি খেয়ে তাঁরা জাতির জনককে অপমান করেছেন বলে দাবি করেছে বিজেপি ৷ জলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এ প্রসঙ্গে টুইটারে খোঁচাও দিয়েছেন কংগ্রেসকে ৷ এবার পালটা বিজেপিকেই কটাক্ষ করলেন মহুয়া ৷
কটাক্ষ করলেও কারও নাম উল্লেখ করেননি সাংসদ ৷ তবে নেটিজেনদের একটা বড় অংশই মনে করে বিজেপির ওই মুখপাত্রকেই নিশানা করেছেন তিনি ৷ টুইটারে তিনি লেখেন, "অন্য কোনও উপায় না-পেয়ে কে কী খেয়েছে সেটাকে হাতিয়ার করে আক্রমণ করছে বিজেপি !" এ ভাবে আক্রমণ করায় বিজেপি নেতাদের বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ আর তার জন্য 'সিলি সোল' বলে একটি শব্দও ব্যবহার করেছেন তৃণমূল সাংসদ ৷