কলকাতা, 31 মার্চ : পেট্রল-ডিজেল নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হল কেন্দ্রের বক্তব্যে ৷ বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে ভারতে এখন 74 দিনের তেল মজুত রয়েছে (Centre Says only 74 Days Fuel Oil in India's Stock) ৷ আশঙ্কা তৈরি হয়েছে কেন্দ্রের এই বক্তব্য নিয়েই ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি দেশের পেট্রল-ডিজেলের সংকট তৈরি হতে চলেছে ?
এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত না মিললেও আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC Attacks Centre on Fuel Oil Stock Issue) ৷ কারণ, বিজেপি বিরোধী এই শক্তি ইতিমধ্যেই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে পথে নেমেছে ৷ আর দেশে কত তেল মজুত আছে, তা কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসেরই সাংসদ সৌগত (TMC MP Sougata Roy) ৷
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, যে তথ্য সামনে এসেছে তা যথেষ্ট উদ্বেগজনক । যদি জ্বালানির পরিমাণ কমে গিয়ে থাকে এবং এই কারণে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, এর দায় অপদার্থ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে (TMC Leader Kunal Ghosh Slams Modi Govt on Fuel Oil Stock Issue) ।
তাঁর আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকার সব ক্ষেত্রেই চরম ব্যর্থতার শিকার হয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নাচানাচি করতে গিয়ে দেশে করোনাকে ডেকে এনেছেন । একইভাবে ইউক্রেন যুদ্ধের সময় কেন্দ্রের অদূরদর্শিতার কারণে ভুগতে হয়েছে ইউক্রেনে থাকা ছাত্র-ছাত্রীদের । জ্বালানির ক্ষেত্রেও একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে ।