চণ্ডীগড়, 4 এপ্রিল : মাত্র চারমাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মোহভঙ্গ ৷ সোমবারই আম আদমি পার্টিতে যোগদান করতে চলেছেন হরিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার ৷ ঠিক কী কারণে তৃণমূলে তাঁর মোহভঙ্গ তা জানা না-গেলেও আজ দুপুর 2টোয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরেই আম আদমি পার্টিতে যোগদান করছেন অশোক ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর তেমনটাই (TMC leader Ashok Tanwar to join AAP today in Delhi) ৷
উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ সম্প্রতি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে শাখা-প্রশাখা বিস্তার করতে উদ্যোগী হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ ঠিক সে সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হয়েছিলেন অশোক ৷ মমতাও হরিয়ানায় তৃণমূলের সংগঠন বিস্তারে অশোকের শরণাপন্ন হয়েছিলেন ৷ 2021 নভেম্বরের শেষদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি সফরের মাঝে তাঁরই হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন সিরসার প্রাক্তন সাংসদ (Ashok Tanwar joined TMC in November) ৷