নয়াদিল্লি, 25 মার্চ: তিহাড় জেলে থাকতে চান না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ তিনি আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional Home) থাকতে চান ৷ সেই কারণে তিনি দ্বারস্থ হয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের ৷ আদালতের কাছে অনুব্রতর আর্জি, তাঁকে তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হোক ৷
গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের (CBI) হাতে প্রথম গ্রেফতার হন বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি ৷ সেই মামলা চলছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৷ কিন্তু সম্প্রতি তাঁকে গ্রেফতার করে দিল্লি নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ 14 দিন তিনি ইডি (ED) হেফাজতে ছিলেন ৷ এখন তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ তাই তাঁর ঠিকানা এখন দিল্লির তিহাড় জেল ৷
কিন্তু তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চান অনুব্রত মণ্ডল ৷ সেই কারণেই তাঁর দুই আইনজীবী মুদিত জৈন ও করণ কুমার গোঙ্গা দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন করেছেন ৷ সেই আবেদনের স্বপক্ষে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চলা গরুপাচার কাণ্ড নিয়ে সিবিআইয়ের মামলার কথা উল্লেখ করা হয়েছে ৷ জানানো হয়েছে, আসানসোল আদালতে সিবিআইয়ের মামলার পরবর্তী শুনানি আগামী 31 মার্চ ৷ এদিকে ইডির মামলায় অনুব্রতর ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে গত 21 মার্চ ৷ দিল্লিতে আর কোনও মামলা নেই অনুব্রতর ৷ ইডি তাঁর বিরুদ্ধে আর কোনও অভিযোগ দায়ের করেনি ৷ তাই তাঁকে আসানসোল জেলে ফেরত পাঠানো হোক ৷