পানাজি (গোয়া), 20 জানুয়ারি : গোয়ার মানুষকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভুল বোঝাচ্ছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এদিন গোয়ায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন তিনি ৷
তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ৷ তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার গোয়ায় এসেছেন ৷ দু’বারই গোয়ার মানুষ তাঁকে আশীর্বাদ করেছেন ৷ বিজেপিকে হারানোর কথা বলা আর বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্পূর্ণ অন্য ব্যাপার ৷
তাঁর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে ৷ সেই তালিকায় কংগ্রেসের পি চিদম্বরমও যে আছেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক (tmc leader abhishek banerjee hits out at chidambaram) ৷ তাঁর দাবি, কংগ্রেসের চিদম্বরম (P Chidambaram) মানুষকে বিভ্রান্ত করছেন ৷ তিনি (চিদম্বরম) নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে বের হতে পারছেন না ৷