কলকাতা, 7 ডিসেম্বর : দিল্লিতে সাংসদদের সাসপেনশনের বিরুদ্ধে ধরনা চলছে ৷ মঙ্গলবার সেখানে যোগ দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee participate TMC Protest) । তৃণমূল কংগ্রেসের সেই ধর্নায় অনুপস্থিত ছিলেন দলের দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে উপস্থিত, সেখানে এই দুই তারকা সাংসদ না-থাকায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব (TMC is not happy witth mp mimi nusrat beacuse they skip party protest program) ।
তৃণমূলর সূত্রে খবর, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে এই অনুপস্থিতির কারণ দলকে জানাতে বলা হয়েছে । শুধু তাই নয়, দলীয় সাংসদদের সাসপেনশনের বিরোধিতায় আয়োজিত এই ধর্নায় এই দুই সাংসদের অনুপস্থিতিকে আদৌও ভাল চোখে দেখছে না তৃণমূল ।
আসলে সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে বসিরহাটের সাংসদ নুসরত জাহান বিতর্কে জড়িয়েছেন । গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত জীবনের অংশ বলে দল তাতে হস্তক্ষেপ করেনি । নানা বিতর্কে বিভিন্ন সময়ে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হলেও গোটা পর্বে নীরব থেকেছে তৃণমূল কংগ্রেস । এক্ষেত্রে সব সময় নুসরতের পাশে থেকেছেন যাদবপুরের সাংসদ মিমি । তবে যখন দলের কর্মসূচিতে শীর্ষ নেতৃত্ব দলের সবাইকে উপস্থিত থাকার কথা বলেছেন সে সময় না জানিয়ে এই তারকা অভিনেত্রীর অনুপস্থিতি ভাল চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস । আর সে কারণেই এই ঘটনার পর কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর ৷