আগরতলা (ত্রিপুরা), 3 ফেব্রুয়ারি: ভোটের দিন যত এগিয়ে আসছে, ত্রিপুরায় প্রচারে ততই জোর বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ৷ তাই সকাল থেকে রাত, প্রচারে ব্যস্ত থাকছেন ঘাসফুলের প্রার্থীরা ৷ কার্যত ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করছেন তাঁরা ৷
ত্রিপুরাকে একসময় বামদুর্গ বলা হত ৷ টানা তিনদশক সেখানে বামফ্রন্টের সরকার ছিল ৷ কিন্তু সেই দুর্গ 2018-তেই ধূলিস্যাৎ হয়ে যায় গেরুয়া ঝড়ে ৷ ক্ষমতায় আসে বিজেপি (BJP) ৷ পাঁচ বছর পর সেই জয় ধরে রাখার লড়াইয়ে নেমেছে বিপ্লব দেব-মানিক সাহার দল ৷ আর সেই লড়াইয়ে বিজেপির অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷
2018 সালের অনেক আগে থেকেই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে সংগঠন বিস্তারের চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দল ৷ মাঝে সাফল্য এলেও পরে তা ধরে রাখতে পারেনি ঘাসফুল শিবির ৷ কিন্তু 2021 সালের মাঝামাঝি সময় থেকে এই রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ শুরু করে বাংলার শাসক দল ৷ একাধিক ত্রিপুরায় গিয়ে সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ দিন কয়েকের মধ্যে তৃণমূলনেত্রীরও সেখানে প্রচারে যাওয়ার কথা ৷