পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhishek Banerjee: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে ! - undefined

রাজঘাটে দু'ঘণ্টার ধরনা অবস্থান কর্মসূচি নিয়েছিল তৃণমূল ৷ কিন্তু মাঝপথেই সেই অবস্থান কর্মসূচি তুলে দিল দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ৷ দলের তরফে দাবি করা হয়েছে, ধরনা সম্পূর্ণ করতে দেওয়া যেমন হয়নি, তেমনই অভিষেককে সাংবাদিক বৈঠকও করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী এবং দিল্লি পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:30 PM IST

Updated : Oct 2, 2023, 4:05 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর: রাজঘাটে দু'ঘণ্টার ধরনা অবস্থান কর্মসূচি নিয়েছিল তৃণমূল ৷ কিন্তু মাঝপথেই সেই অবস্থান কর্মসূচি তুলে দিল দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ৷ আর তারপরই কেন্দ্রের বিরুদ্ধে 'গায়ের জোর' দেখানোর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে জোর করে গাড়িতে তুলে রাজঘাট থেকে বের করে দিয়েছে দিল্লি পুলিশ বলে অভিযোগ তৃণমূলের । দলের তরফে দাবি করা হয়েছে, ধরনা সম্পূর্ণ করতে দেওয়া যেমন হয়নি, তেমনই অভিষেককে সাংবাদিক বৈঠকও করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী এবং দিল্লি পুলিশ ৷ এমনকী মন্ত্রীদের জোর করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের ৷

এদিন ধরনা তুলে দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে এখানে ধরনায় বসেছিলাম ৷ কিন্তু সিআরপিএফ এসে মহিলাদের উপর অত্যাচার করে ৷ এখান থেকে উঠে যেতে বলে ৷ এখানে বসা যাবে না কারণ, অনুমতি নেই ৷ মহাত্মা গান্ধি কারও পৈতৃক সম্পত্তি নয় এটা তাদের জানা উচিৎ ৷ কেউ একটাও রাজনৈতিক স্লোগান দেয়নি ৷ কারও নামে কোনও জয়ধ্বনি দেওয়া হয়নি ৷ তাও গায়ের জোরে ধাক্কাধাক্কি করেছে পুলিশ ৷"

আরও পড়ুন: গান্ধির 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' স্লোগানেই হবে দিল্লির ধরনা,স্পষ্ট করলেন অভিষেক

এদিন সকালে রাজঘাটে এসে প্রথমে মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর সঙ্গেই ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়রা ৷ রাজঘাটে শ্রদ্ধা জানানোর পর ধরনায় বসে তৃণমূল নেতৃত্ব ৷ কিন্তু ধরনা অবস্থানের মাঝপথেই পুলিশ ঘিরে ফেলে এলাকা ৷ মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও ৷ অভিযোগ, প্রথমে বাইরে থাকা তৃণমূলেক কর্মী সমর্থকদের হটিয়ে দেয় দিল্লি পুলিশ ৷ এরপর রাজগাটের ভিতরে ঢুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরও উঠে যেতে বলা হয় পুলিশের তরফে ৷ এরপর অভিষেকের সাংবাদিক বৈঠকের মাঝেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ এরপর কার্যত জোর করে সাংবাদিক বৈঠকের মাঝেই জোর করে অভিষেককে কার্যত বের করে গাড়িতে তুলে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, "অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর পুলিশ হামলা চালিয়েছে তা নিন্দনীয় ৷ আমার উপরেও আক্রমণ করা হয়েছে ৷" অন্যদিকে অভিষেক বলেন, "আগামী দিনে আরও জোরদার হবে আন্দোলন ৷ বাংলার টাকা বন্ধ কারণ সেখানে বার বার বিজেপি হারে বলে ? তাই এদের গায়ের এত জ্বালা ৷ আর তাই টাকা আটকে রাখা হয়েছে ৷ সিবিআই তদন্ত চাইছে বিজেপি ৷ তো করুন না তদন্ত ৷ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল ৷ ভেবেছিল ট্রেন বাতিল করে দিলে কেউ আসতে পারবে না ৷ সকলে এসেছে ৷ বাংলার মানুষ আত্মসমর্পন করবে না ৷"

অভিষেক আরও বলেন, "রাজঘাটের স্মৃতি সৌধ শান্তি-সংহতি, ত্যাগের প্রতীক, কৃচ্ছ্র সাধনের প্রতীক, মহাত্মা গান্ধির স্বাধীনতা সংগ্রামের প্রতীক ৷ বাংলার সঙ্গে যে বঞ্চনা হয়েছে তার জন্য আমরা একাধিকবার মন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছি ৷ প্রায় 15 হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র ৷ গত দুই বছরে তিন বার প্রধানমন্ত্রীকেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ গায়ের জোড়ে জবরদস্তি করে এই টাকা আটকে রেখেছে ৷ কেন্দ্রীয় সরকারের জেদ বাংলার টাকা আটকে রাখব ৷ 2021 সাল থেকে 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ ৷"

দিল্লির বুকে তৃণমূলের ধরনা প্রথম দিনেই বাধাপ্রাপ্ত শুধু নয়, দিল্লি পুলিশের বিরুদ্ধে জোরজুলুমের অভিযোগ আনছে তৃণমূল নেতৃত্ব । এই পরিস্থিতিতে অভিষেকের নেতৃত্বে কোন দিকে যায় তৃণমূলের ধরনা সেই নিয়ে প্রশ্ন থাকছে ।

Last Updated : Oct 2, 2023, 4:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details