পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC Attacks Amit Shah: 'সিবিআই'য়ের টার্গেটে প্রথমে তৃণমূল', রিপোর্ট তুলে ধরে শাহকে আক্রমণ ঘাসফুল শিবিরের - tmc claimed to be most targeted party by cbi

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলের দাবি, তাদেরই সবচেয়ে বেশি টার্গেট করছে সিবিআই (TMC most targated party by CBI, according to report) ৷ এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিঁধেছে ঘাসফুল শিবির (TMC attacks CBI and Amit Shah) ৷

TMC Attacks Amit Shah
ETV Bharat

By

Published : Sep 20, 2022, 9:44 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: সোমবারই কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় শাসকদলের প্রস্তাব নিয়ে বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় এজেন্সিগুলির এরাজ্যে সক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন,"আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করাচ্ছেন ৷ বিজেপি নেতারা করাচ্ছেন ৷ সিবিআই এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ৷’’ এর ঠিক পরেরদিনই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করল তৃণমূল ৷ তাদের দাবি, দেশের বিরোধী দলগুলির মধ্যে তৃণমূলকেই সবচেয়ে বেশি টার্গেট করছে সিবিআই (TMC attacks CBI and Amit Shah) ৷

সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরোধী নেতাদের বিরুদ্ধে সিবিআই-এর পদক্ষেপের সংখ্যা ইউপিএ জমানা থেকে বর্তমান এনডিএ আমলে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে ৷ 2004 থেকে 2014 ইউপিএ আমলে এই দশ বছরে মোট 72 জন রাজনৈতিক নেতা সিবিআই-এর স্ক্যানারের নিচে এসেছিলেন ৷ তার মধ্যে 43 জন ছিলেন বিরোধী নেতা ৷ শতাংশের হিসেবে তা 60 শতাংশ ৷ 2014 সালের পর এনডিএ জমানায় সেই অঙ্কই বেড়ে হয়েছে 95 শতাংশ ৷ এই সময়ে 118 জন বিরোধী নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ তাদের মধ্যে তৃণমূল নেতাদের সংখ্যাই সবচেয়ে বেশি, এরপরে রয়েছে কংগ্রেস (CBI action against TMC Leaders) ৷

তৃণমূলের টুইট

আরও পড়ুন: 'দাদা পায়ে পড়ি রে...!', মমতাকে তীব্র কটাক্ষ সেলিমের

তৃণমূলের দাবি, 2014 সালের পর তাদের দলের 30 জন নেতা সিবিআই'য়ের আতসকাঁচের নিচে এসেছেন ৷ অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে সিবিআই ৷ এই রিপোর্টকে হাতিয়ার করে মঙ্গলবার ফের অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷ ফের তাঁকে 'পাপ্পু' বলে কটাক্ষ করে টুইটে তৃণমূল লিখেছে, অমিত শাহ ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ৷ তাই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছেন তিনি তৃণমূল নেতাদের বিরুদ্ধে (TMC most targated party under Modi regime, according to report) ৷

ABOUT THE AUTHOR

...view details