কলকাতা, 20 সেপ্টেম্বর: সোমবারই কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় শাসকদলের প্রস্তাব নিয়ে বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় এজেন্সিগুলির এরাজ্যে সক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন,"আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করাচ্ছেন ৷ বিজেপি নেতারা করাচ্ছেন ৷ সিবিআই এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ৷’’ এর ঠিক পরেরদিনই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করল তৃণমূল ৷ তাদের দাবি, দেশের বিরোধী দলগুলির মধ্যে তৃণমূলকেই সবচেয়ে বেশি টার্গেট করছে সিবিআই (TMC attacks CBI and Amit Shah) ৷
সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরোধী নেতাদের বিরুদ্ধে সিবিআই-এর পদক্ষেপের সংখ্যা ইউপিএ জমানা থেকে বর্তমান এনডিএ আমলে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে ৷ 2004 থেকে 2014 ইউপিএ আমলে এই দশ বছরে মোট 72 জন রাজনৈতিক নেতা সিবিআই-এর স্ক্যানারের নিচে এসেছিলেন ৷ তার মধ্যে 43 জন ছিলেন বিরোধী নেতা ৷ শতাংশের হিসেবে তা 60 শতাংশ ৷ 2014 সালের পর এনডিএ জমানায় সেই অঙ্কই বেড়ে হয়েছে 95 শতাংশ ৷ এই সময়ে 118 জন বিরোধী নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ তাদের মধ্যে তৃণমূল নেতাদের সংখ্যাই সবচেয়ে বেশি, এরপরে রয়েছে কংগ্রেস (CBI action against TMC Leaders) ৷