পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC Leader Attacks own Party : গোয়ার ভোটে সাহায্য করেনি তৃণমূল-আইপ্যাক, মমতার দল ছেড়ে তোপ প্রার্থীর - IPac

গতকাল, বৃহস্পতিবার গোয়া বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে (Goa Assembly Poll Results 2022) ৷ একটিও আসনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার ঘাসফুল শিবির ছাড়ার ঘোষণা করলেন সেখানকার এক প্রার্থী ৷ তাঁর অভিযোগ, গোয়ার ভোটে সাহায্য করেনি তৃণমূল ও আইপ্যাক (TMC Candidate in Goa Quits Party after Attacks on Leadership and IPac) ৷

tmc candidate in goa quits party after attacks on leadership and ipac
TMC Leader Attacks own Party : গোয়ার ভোটে সাহায্য করেনি তৃণমূল-আইপ্যাক, মমতার দল ছেড়ে তোপ প্রার্থীর

By

Published : Mar 11, 2022, 9:23 PM IST

পানাজি, 11 মার্চ : গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Assembly Poll Results 2022) শূন্য পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে বিজেপি ও অন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে ৷ চব্বিশ ঘণ্টা কাটতে কাটতেই আরও অস্বস্তিতে পড়তে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দলকে ৷

আর সেই অস্বস্তি এল এমন একজনের কাছ থেকে, যিনি গোয়া বিধানসভা নির্বাচনে ঘাসফুল প্রতীকে লড়াই করেছিলেন ৷ মহেশ এস আমোনকর নামে ওই নেতা শুক্রবার তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন ৷ গোয়ায় তৃণমূলের সভাপতি কিরণ কানদোলকরকে পদত্যাগপত্র পাঠান ৷

আর সেই পদত্যাগ পত্রের শেষ লাইনে বিস্ফোরক অভিযোগ করেন ৷ তাঁর দাবি, গোয়া বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পদাধিকারী ও আইপ্যাকের (IPac) দায়িত্বপ্রাপ্তদের থেকে কোনও সাহায্য পাননি (TMC Candidate in Goa Quits Party after Attacks on Leadership and IPac) ৷ তাই তিনি তৃণমূলের থেকে সমস্ত সম্পর্ক বিছিন্ন করলেন ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত গোয়া তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মহেশ এস আমোনকর গোয়ার মারগাঁও বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা 923 ৷ ওই কেন্দ্রে জিতেছেন কংগ্রেসের দীগম্বর কামাত ৷ পেয়েছেন 13 হাজার 674 ভোট (60.42 শতাংশ) ৷ মহেশ 4.08 শতাংশ ভোট পেয়ে চার নম্বর স্থানে রয়েছেন ৷

আরও পড়ুন :TMC Lost in Goa : বিজেপি বিরোধী লড়াইয়ে গোয়ায় শূন্য পেল তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details