নয়াদিল্লি, 3 অক্টোবর: এজেন্ডা - 'বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা'র প্রতিবাদ ৷ দাবি - 100 দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে আটকে রাখা বকেয়া টাকা মেটাক কেন্দ্র ৷ তবে যন্তরমন্তরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ডাকে তৃণমূলের ধরনা মঞ্চ যেন হয়ে উঠল লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী ইন্ডিয়া জোটের প্রচার কর্মসূচি ৷ কুণাল ঘোষ থেকে শুরু করে মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, বীরবাবা হাঁসদা-সহ দলের শীর্ষ নেতৃত্ব রাজধানীতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷
সোমবার রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নীরব প্রতিবাদে 'পুলিশি সক্রিয়তা'র বিরুদ্ধে এ দিন তোপ দেগেছে তৃণমূল নেতৃত্ব ৷ ধরনা মঞ্চ থেকে রাজঘাটের প্রসঙ্গ তুলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দিল্লি পুলিশের কাছে ইন্ডিয়া জোটকে ভোট দেওয়ার আবেদন জানান ৷
কুণাল বলেন, "দিল্লি পুলিশ কাল ও আজ যা করেছে সেই নিয়ে বলছি, দেখুন আপনাদের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই ৷ আপনারা আপনাদের ডিউটি করছেন ৷ আপনাদের বাড়িতে যে সমস্যা রয়েছে, সেই নিয়েও এই তৃণমূল কংগ্রেস লড়ছে ৷ দ্রব্যমূল্য বৃদ্ধিতে আপনাদেরও সমস্যা হয় ৷ এগুলির বিরুদ্ধেও লড়াই করছি আমরা ৷ চাকরি বাঁচাতে আপনারা আমাদের লাঠি মারুন ৷ কিন্তু ভোটের বাক্সে ভোটটা ইন্ডিয়া জোটকেই দেবেন ৷ এটাই হবে জবাব ৷"
কুণালের কথায়, "আমরা দিল্লিতে ঘুরতে আসিনি ৷ আমরা হকের পাওনা চাইতে দিল্লিতে এসেছি ৷ আমরা হিংসায় বিশ্বাস করি না ৷ আজ যত পুলিশ এখানে আছেন, ততগুলি ভোটই আমাদের দিকে দিন ৷ আমাদের কথা শুনে বাড়ির লোককে বলুন, এই দল সবার অধিকারের জন্য লড়ছে ৷"
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও আজ দিল্লির দরবারে দাঁড়িয়ে তৃণমূলের এজেন্ডা স্পষ্ট করে দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মীদের কাছে ৷ তাঁর অভিযোগ, যন্তরমন্তরে ধরনার অনুমতি থাকা সত্ত্বেও বাংলা থেকে আসা বহু নেতা-কর্মীকে গতকালের মতোই আজও ধরনায় যোগ দিতে দেওয়া হয়নি ৷ যাঁরা ধরনা মঞ্চের কাছে পৌঁছতে পারেননি, তাঁদের উদ্দেশে মহুয়ার আহ্বান, "রাজধানীর সবাইকে আপনারা জানান যে, কেন আমরা এখানে এসেছি ৷"