কলকাতা, 22 জানুয়ারি : গোয়ায় বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (tmc announces star campaigner list for goa assembly polls) । শনিবার দলের তরফে এই তালিকা প্রকাশ করা হয় । 30 জনের এই প্রচার তালিকায় স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।
গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো এবং চার্চিল আলেমাও-এর নামও রয়েছে ওই তালিকায় । এছাড়া রয়েছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা, জাতীয় মুখপাত্র পবন বর্মা, ডেরেক ও'ব্রায়েন, জহর সরকার, বাবুল সুপ্রিয়, অশোক তানওয়ার, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সুস্মিতা দেব প্রমুখ ।
সম্প্রতি গোয়া সফর সেরে কলকাতায় ফিরলেও আগামিকাল ফের গোয়ায় যাচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে আজ তারকা প্রচারকদের তালিকা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানেই এই 30 জনের তালিকা ঠিক করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর । ওই সূত্রের দাবি, প্রবীণ, নবীন এবং অভিজ্ঞের মেলবন্ধনে এই তালিকা নিয়ে গোয়ার বিধানসভা ভোটে ঝড় তুলতে চাই তৃণমূল ।