পানাজি, 7 ডিসেম্বর : 2022-এর বিধানসভা ভোটের আগে গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে গাঁটছড়া বাঁধল তৃণমূল কংগ্রেস (TMC-MGP Alliance before Goa Elections 2022) ৷ এমজিপি-র সভাপতি দীপক ধাভালিকরের সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং লুইজিনহো ফেলেইরো ৷ তৈরি হয়েছে জোটের ব্লুপ্রিন্ট ৷ তার বিস্তারিত রেজোলিউশন ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে দুই দলের মধ্যে ৷ গোয়ার প্রাক্তন শাসকদলের সঙ্গে জোটে কথা ঘোষণা করে টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷
2017 সালে এমজিপির সঙ্গে জোট করে গোয়ায় ক্ষমতায় আসে বিজেপি ৷ তবে 2019-এর মার্চে এমজিপি প্রধান সুধীন ধবলিকরকে বিজেপি সরকার বাদ দেয় ৷ তার ঠিক আগেই দু'জন এমজিপি বিধায়ক বিজেপিতে যোগ দেন ৷ বিজেপি-এমজিপি সম্পর্কের অবনতি ঘটে ৷ গোয়ায় বিস্তার লাভ করার জন্য তৃণমূল কংগ্রেস সহযোগী খুঁজছিলই ৷ বলা চলে, সোমবার আপাতত তা শেষ হল ৷ বিধানসভা ভোটের ঠিক আগেই সুধীন ধবলিকরের ভাই দীপক ধবলিকরের সঙ্গে জোটের স্বাক্ষর করলেন মহুয়া মৈত্র, লুইজিনহো ফেলেইরো ৷