পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC-MGP Alliance in Goa : বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় এমজিপির সঙ্গে গাঁটছড়া তৃণমূলের - TMC announces alliance with MGP before Goa elections 2022

গোয়ায় তৃণমূল-এমজিপি জোট ৷ সেরাজ্যে বিধানসভা ভোটের আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট বাঁধল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress announces alliance with MGP in Goa) ৷

Goa Elections 2022
পানাজিতে মহুয়া মৈত্র

By

Published : Dec 7, 2021, 7:21 AM IST

Updated : Dec 7, 2021, 8:13 AM IST

পানাজি, 7 ডিসেম্বর : 2022-এর বিধানসভা ভোটের আগে গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে গাঁটছড়া বাঁধল তৃণমূল কংগ্রেস (TMC-MGP Alliance before Goa Elections 2022) ৷ এমজিপি-র সভাপতি দীপক ধাভালিকরের সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং লুইজিনহো ফেলেইরো ৷ তৈরি হয়েছে জোটের ব্লুপ্রিন্ট ৷ তার বিস্তারিত রেজোলিউশন ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে দুই দলের মধ্যে ৷ গোয়ার প্রাক্তন শাসকদলের সঙ্গে জোটে কথা ঘোষণা করে টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

2017 সালে এমজিপির সঙ্গে জোট করে গোয়ায় ক্ষমতায় আসে বিজেপি ৷ তবে 2019-এর মার্চে এমজিপি প্রধান সুধীন ধবলিকরকে বিজেপি সরকার বাদ দেয় ৷ তার ঠিক আগেই দু'জন এমজিপি বিধায়ক বিজেপিতে যোগ দেন ৷ বিজেপি-এমজিপি সম্পর্কের অবনতি ঘটে ৷ গোয়ায় বিস্তার লাভ করার জন্য তৃণমূল কংগ্রেস সহযোগী খুঁজছিলই ৷ বলা চলে, সোমবার আপাতত তা শেষ হল ৷ বিধানসভা ভোটের ঠিক আগেই সুধীন ধবলিকরের ভাই দীপক ধবলিকরের সঙ্গে জোটের স্বাক্ষর করলেন মহুয়া মৈত্র, লুইজিনহো ফেলেইরো ৷

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো দলে যোগ দেওয়ার পর সেরাজ্যে তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমেছে ৷ গত 28 সেপ্টেম্বরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ শুধু ফেলেইরোই নন, সম্প্রতি বেশকিছু নেতা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যার জন্য অমিত-রাজনাথকেই দায়ী করলেন সুস্মিতা

Last Updated : Dec 7, 2021, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details