গোয়া, 12 ডিসেম্বর : বাংলার পর এবার গোয়ার মহিলা ভোটারদের মন জয় করার চেষ্টা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ৷ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে সেখানে তারা চালু করতে চায় গৃহলক্ষ্মী প্রকল্প ৷ ওই রাজ্যে ক্ষমতায় এলে সেখানে প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীদের এই প্রকল্পের আওতায় মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (tmc announces 5 thousand monthly dbt through griha laxmi scheme for goa women) ৷
আর কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ সেই নির্বাচনে ভাল ফল করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল ৷ ইতিমধ্যে সেখানকার বেশ কয়েকজন হেভিওয়েট কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ লিয়েন্ডার পেজের মতো তারকারাও যোগ দিয়েছেন ঘাসফুল শিবির ৷
এবার গোয়ার সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা শুরু করল তৃণমূল ৷ সেই প্রক্রিয়ায় প্রথমে তাদের টার্গেট গোয়ার মহিলারা ৷ শনিবার তাই গোয়ার মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণা করল তৃণমূল ৷ এই প্রকল্পে সরাসরি প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে 5000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অর্থাৎ বছরে 60 হাজার টাকা পরিবার পিছু দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।