পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

লুইজিনহো ফেলেইরো ৷ সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার এই রাজনৈতিক নেতা ৷ দলের সর্বভারতীয় সহ-সভাপতিও হয়েছেন ৷ এবার তিনি সাংসদও হতে চলেছেন ৷

tmc announce luizinho faleiro name for rajyasabha
Luizinho Faleiro : রাজ্যসভার জন্য গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

By

Published : Nov 13, 2021, 1:03 PM IST

Updated : Nov 13, 2021, 1:32 PM IST

কলকাতা, 13 নভেম্বর : এবার তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় (Rajyasabha) যেতে চলেছেন লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) ৷ শনিবার তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন থেকে সাংসদ হতে চলেছেন ৷

ওই আসনে উপনির্বাচন (Rajyasabha By Election) আগামী 29 নভেম্বর ৷ যেহেতু ওই আসনে তৃণমূলের সাংসদ ছিল ৷ তাই ফেলেইরোর জয় একপ্রকার নিশ্চিত ৷ বিরোধী বিজেপি (BJP) যদি প্রার্থী না দেয়, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন ফেলেইরো ৷

আরও পড়ুন :TMC : 'আমরা সবাই দিদির সমর্থক, আমাদের পতাকার রং গেরুয়া', সুব্রতর স্মরণসভায় বেফাঁস দলীয় বিধায়ক

গত অগস্ট ও অক্টোবরে রাজ্যসভার দু’টি আসনে উপনির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গ ৷ দু’টিতেই তৃণমূলের সাংসদ পদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষের সদস্য হতে পেরেছেন জহর সরকার (Jawhar Sircar) ও সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ তাই এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

তবে সবকিছু ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তৃণমূলের প্রার্থী বাছাই ৷ কারণ, অর্পিতা ঘোষ পদত্যাগ করার পরই এই আসনে প্রার্থী কাকে করা হবে, তা নিয়ে নানা মহলে জল্পনা চলছিল ৷ কারও কারও ধারণা ছিল, এই আসন থেকে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নাম ঘোষণা করা হতে পারে ৷ কিন্তু শেষ পর্যন্ত লুইজিনহো ফেলেইরো হতে চলেছেন ওই আসনের প্রার্থী ৷

আরও পড়ুন :BJP : বিজেপিতে এলার্জি গৌতম দেবের, বদলাতে চান শিলিগুড়ির পার্কের ডাকনাম

নাম ঘোষণার সঙ্গে সঙ্গে টুইটে দলের গোয়া শাখা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ দিয়েছেন ফেলেইরো ৷ তিনি লিখেছেন, গোয়ার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ ৷

প্রসঙ্গত, মে মাসে পশ্চিমঙ্গে সরকার গঠনের হ্যাটট্রিক করার পর জাতীয়স্তরে সংগঠন বিস্তার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যে ত্রিপুরা (Tripura) ও গোয়ায় সেই কাজ শুরু হয়েছে ৷ ত্রিপুরায় দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস থেকে আসা সুস্মিতা দেবকে ৷ তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়েছে আগেই ৷

আরও পড়ুন :Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের

এবার গোয়া থেকে রাজ্যসভায় যাচ্ছেন ফেলেইরো ৷ গোয়া তৃণমূলের দায়িত্বে কার্যত তিনিই রয়েছেন ৷ তাঁর উপর নির্ভর করেই সেখানে সংগঠন বাড়াতে চাইছেন মমতা- অভিষেক ৷ তাছাড়া গোয়ায় লিয়েন্ডার পেজ (Leander Paes) ও নাফিসা আলির মতো তারকাও তৃণমূলে এসেছেন ৷ ভবিষ্যতেও তাঁরাও তৃণমূলের হয়ে রাজ্যসভায় জায়গা পান কি না, সেটাও দেখার !

Last Updated : Nov 13, 2021, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details