কলকাতা, 13 নভেম্বর : এবার তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় (Rajyasabha) যেতে চলেছেন লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) ৷ শনিবার তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন থেকে সাংসদ হতে চলেছেন ৷
ওই আসনে উপনির্বাচন (Rajyasabha By Election) আগামী 29 নভেম্বর ৷ যেহেতু ওই আসনে তৃণমূলের সাংসদ ছিল ৷ তাই ফেলেইরোর জয় একপ্রকার নিশ্চিত ৷ বিরোধী বিজেপি (BJP) যদি প্রার্থী না দেয়, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন ফেলেইরো ৷
আরও পড়ুন :TMC : 'আমরা সবাই দিদির সমর্থক, আমাদের পতাকার রং গেরুয়া', সুব্রতর স্মরণসভায় বেফাঁস দলীয় বিধায়ক
গত অগস্ট ও অক্টোবরে রাজ্যসভার দু’টি আসনে উপনির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গ ৷ দু’টিতেই তৃণমূলের সাংসদ পদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষের সদস্য হতে পেরেছেন জহর সরকার (Jawhar Sircar) ও সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ তাই এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
তবে সবকিছু ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তৃণমূলের প্রার্থী বাছাই ৷ কারণ, অর্পিতা ঘোষ পদত্যাগ করার পরই এই আসনে প্রার্থী কাকে করা হবে, তা নিয়ে নানা মহলে জল্পনা চলছিল ৷ কারও কারও ধারণা ছিল, এই আসন থেকে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নাম ঘোষণা করা হতে পারে ৷ কিন্তু শেষ পর্যন্ত লুইজিনহো ফেলেইরো হতে চলেছেন ওই আসনের প্রার্থী ৷