পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tissue Paper Bomb Threat: টিস্যু পেপারে লেখা 'বম্ব', হুলুস্থুল কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে - টিস্যু পেপারে লেখা বম্ব

টিস্যু পেপারে লেখা 'বম্ব' (Tissue Paper Bomb Threat)৷ তার জেরেই বোমাতঙ্ক ছড়াল (Bomb threat in Indigo flight) কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে ৷ যদিও তল্লাশি চালানোর পর কোনও বোমা মেলেনি ৷

Tissue paper bomb threat to Indigo flight turns out to be hoax in Karnataka
টিস্যু পেপারে লেখা 'বম্ব', হুলুস্থুল কাণ্ড কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে

By

Published : Nov 28, 2022, 5:08 PM IST

বেঙ্গালুরু, 28 নভেম্বর: টিস্যু পেপারে লেখা 'BOMB'৷ তাই দেখেই বোমাতঙ্ক (Bomb threat in Indigo flight) ছড়াল কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে (Tissue Paper Bomb Threat)৷ বেঙ্গালুরু কেম্পেগৌড়া বিমানবন্দরে এই বোমাতঙ্ক ছড়ানোয় হুড়োহুড়ি পড়ে যায় যাত্রী ও কর্মীদের মধ্যে ৷ যদিও যাবতীয় পরীক্ষা-নীরিক্ষার পর কোথাও বোমা মেলেনি (Karnataka news)৷

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ফ্লাইট 6ই 379 নেতাজি সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর 5.29-এ ছেড়েছিল এবং সকাল 8.01-এ সেটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) পৌঁছয় । বিমানে ছিলেন 200 জনেরও বেশি যাত্রী । সূত্রের দাবি, "বিমান সংস্থা ওই বিমানে বোমার হুমকির বিষয়ে তথ্য পেয়েছিল ৷ সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করে । খালি বিমানটিকে অবিলম্বে পার্কিং বে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । বিমানের ভিতরে তল্লাশি চালানোর সময় দেখা যায়, টিস্যু পেপারে 6ডি আসনের পিছনে নীল কালিতে ইংরেজিতে 'BOMB' লেখা রয়েছে ৷ একে হুমকি হিসেবে ধরা হয়েছিল ৷"

বোমাতঙ্কের সময় সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করা হয় ৷ ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড ৷ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং ডগ স্কোয়াড বিমানের ভেতরে তল্লাশি চালায় । অন্য একটি সূত্র জানিয়েছে, "বিমানটি সম্পূর্ণ সংক্রমণমুক্ত ছিল । কোথাও কোনও সমস্যা পাওয়া যায়নি । বিমানে থাকা যাত্রীদের মধ্যে একজন সন্দেহভাজন । আরও তদন্ত চলছে ৷"

আরও পড়ুন:দিল্লির স্কুলে ভুয়ো বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

এ দিকে, ইন্ডিগো কেআইএ থানায় অভিযোগ জানিয়েছে । পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে 8টায় তারা বিমান সংস্থার থেকে অভিযোগ পেয়েছে । পুলিশের একটি সূত্র জানিয়েছে, "আমরা একটি এনসিআর (নন-কগনিজেবল রিপোর্ট) বুক করেছি । এটি সোমবার দেবনাহল্লিতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির আদালতের সামনে তুলবে এবং আদালতের নির্দেশ অনুসারে নির্দিষ্ট ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হবে ৷"

ইন্ডিগো দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, "একটি বোমার হুমকির কারণে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছনোর পর নিরাপত্তা সংস্থাগুলি ইন্ডিগো ফ্লাইট 6ই 379-তে অনুসন্ধান চালায় ৷"

ABOUT THE AUTHOR

...view details