নিউইয়র্ক, 10 সেপ্টেম্বর : আফগানিস্তানে সরকার গড়েছে তালিবান ৷ সে নিয়ে দুশ্চিন্তায় বিশ্বের সব দেশ ৷ এ প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি (Permanent Representative to United Nations) টিএস তিরুমূর্তি (TS Tirumurti) জানালেন, তালিবান যেন আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থলে পরিণত না করে, অথবা কোনও জঙ্গিকার্যকলাপে অর্থের জোগান না দেয় ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি একথা জানান ৷
সেখানে তিনি আরও জানান, বিগত দশকে আফগানিস্তানের উন্নয়নে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, জল সরবরাহ, রাস্তা সংযোগ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষির মতো বহু প্রজেক্টে ভারত কাজ করেছে ৷ আফগানিস্তানের মানুষের সার্বিক উন্নতিতে ভারত জোর দিয়েছে ৷ এমনকি আফগানিস্তানের 34টি প্রদেশের প্রত্যেকটি মিলিয়ে 500-র বেশি প্রজেক্টের দায়িত্ব নিয়েছে ভারত ৷ তিনি বলেন, "গতবছর মানবিকতার খাতিরে আফগানিস্তানে 75 হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে ভারত ৷"