তিরুপতি, 6 নভেম্বর:চোখ কপালে তোলা সম্পদের হিসাব প্রকাশ করল তিরুপতির তিরুমালা বালাজি (Tirumala Balaji) মন্দির কর্তৃপক্ষ ৷ তাদের তরফে জানানো হয়েছে, চলতি বছরের 31 সেপ্টেম্বর পর্যন্ত মন্দিরের বিভিন্ন ব্যাংক অ্য়াকাউন্টে 15, 938.68 কোটি টাকার দান জমা পড়েছে ! একইসঙ্গে, মন্দিরকে ভক্তদের দান করা সোনার পরিমাণ হল 10258.37 কেজি (প্রায় 10 টন) ! শনিবার এই ইস্যুতে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে শ্বেতপত্র প্রকাশ করা হয় ৷
মন্দিরের তরফে জানানো হয়েছে, নিয়ম অনুসারে এই দানের অর্থ থেকেও মোটা টাকা রোজগার হবে তাদের ৷ কারণ, ব্য়াংকগুলি এই গচ্ছিত দানের উপর চড়া সুদ দেয় ৷ মন্দিরের নামে দান হিসাবে ব্যাংকে টাকা বা সোনা জমা করতে হলে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন লাগে ৷ বিনিয়োগ সংক্রান্ত নির্ধারিত নির্দেশিকা মেনে নির্দিষ্ট কিছু ব্য়াংক এবং আর্থিক প্রতিষ্ঠানেই এই টাকা ও সোনা জমা করতে হয় ৷ ঈশ্বরের নামে মন্দিরে যে সোনার উপহারগুলি দেওয়া হয়, সেগুলি গলিয়ে তা 12 বছরের জন্য সরকারি ট্যাঁকশালে বিনিয়োগ করা হয় ৷ অর্থাৎ ততদিন পর্যন্ত দানের সেই সোনা ভারত সরকারের অধীনেই থাকবে ৷
আরও পড়ুন:তিরুপতি মন্দিরে কোটি টাকা অনুদান মুসলিম দম্পতির
তবে, মন্দিরের মাধ্যমে এত বিপুল পরিমাণ অর্থ রোজগার করলেও মন্দিরের পক্ষ থেকে সরকারকে কখনও কোনও টাকা দেওয়া হয় না এবং ভবিষ্যতেও তা দেওয়া হবে না ৷ শনিবার একটি কর্মসূচিতে থাকাকালীন মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, কিছু মানুষ মন্দিরের চেয়ারম্য়ানের গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছেন ৷ কিন্তু, এটা ঠিক হচ্ছে না ৷ কারণ, মন্দিরের চেয়ারম্যান, বোর্ডের সদস্য ও অন্য আধিকারিকরা আজ পর্যন্ত কোনও ভুল কাজ করেননি বলেই দাবি করেছে কর্তৃপক্ষ ৷ এই প্রসঙ্গে, তাদের পক্ষ থেকে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয় ৷ বলা হয়, আজ পর্যন্ত দানের এই বিপুল অর্থ কোনও রাজ্য সরকারের কাছ থেকে সিকিউরিটি বন্ড কিনতে ব্যবহার করা হয়নি ৷ বরং, মন্দিরের তরফে শুধুমাত্র সেইসব জাতীয় ব্যাংকেই টাকা গচ্ছিত রাখা হয়, যেখানকার সুদের হার অত্যন্ত বেশি ৷
ভারতের নানা প্রান্তে তিরুমালা শ্রীবরির সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ তার মধ্যে রয়েছে নগদ টাকা, সোনা এবং রত্ন ৷ সব মিলিয়ে যার পরিমাণ প্রায় 2.25 লক্ষ কোটি টাকা (2 Lakh 25 Thousand Crore Rupee) ! উল্লেখ্য, বছর খানেক আগে মন্দিরের তরফে শ্বেতপত্র প্রকাশ করে জানানো হয়েছিল, ভারতের নানা প্রান্তে তিরুমালার নামে 960টি সম্পত্তি রয়েছে ৷