হায়দরাবাদ, 4 ডিসেম্বর : সবাই চায় নিজের একটা বাড়ি হোক ৷ এই ইচ্ছে পূরণে বেশিরভাগ ক্ষেত্রে গৃহ ঋণ বা 'হোম লোন' (home loan) নিতে হয় ৷ আর এমন সুযোগে কোন ব্যাঙ্ক কী ভাবে কাকে আগেভাগে কতটা সুবিধেজনক হারে গৃহ ঋণ দিতে পারবে, এ নিয়ে একে অপরকে টেক্কা দিতে প্রতিযোগিতায় নেমে পড়েছে ৷ এমনকি ব্যাঙ্কগুলি গ্রাহকদের ঋণ মঞ্জুর করতে গিয়ে সুদের হারও কমিয়ে দিচ্ছে ৷ কিন্তু যাঁরা বাড়ি কিনছেন, তাঁদের সতর্ক ও যথাযথ পরিকল্পনার মাধ্যমে ইএমআই-এর (EMIs) বোঝা কী ভাবে কমানো সম্ভব, তা অবশ্যই জেনে রাখা উচিত ৷
বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর ক্রেতাকে একটা যথার্থ পরিকল্পনা ছকে রাখতে হবে ৷ আয়ের 40% বাড়ির ইএমআই-এর জন্য সরিয়ে রেখে, বাকি টাকা থেকে কীভাবে অন্য সব খরচ আর সঞ্চয় করা যায়, সেটা আগে কষে ফেলা প্রয়োজন ৷ তাই আগে থেকে প্রত্যেক মাসের ঋণের বোঝা সামলানোর একটা সুষ্ঠু রেখাচিত্র করে রাখা দরকার ৷
বাড়ি ক্রেতাদের জন্য বোঝা কমানোর কয়েকটি টিপস (Tips to reduce the burden of home loan EMIs) :
একটা অতিরিক্ত কিস্তি (One additional installment)
সাধারণত একজন ক্রেতাকে প্রতি বছর 12টি কিস্তি দিতে হয় ৷ তবে তিনি যদি তাড়াতাড়ি দেনার দায় মিটিয়ে ফেলতে চান, তাহলে বছরে 13টি কিস্তি দিতেই পারেন ৷ এই অতিরিক্ত কিস্তির জন্য, হয় তাঁকে অন্য কোনও উপায়ে রোজগার বাড়াতে হবে নতুবা প্রতিদিনের খরচ থেকে কাটছাঁট করে টাকা বাঁচাতে হবে ৷ এতে ঋণের মূল টাকাটা কিছুটা কমবে এবং নির্ধারিত সময়ের আগেই ঋণ শোধ করা যাবে ৷ এর জন্য ব্যাঙ্ক বা গৃহ ঋণ দেওয়া সংস্থাগুলি ফ্লোটিং রেটে (floating rate) দেওয়া গৃহ ঋণের উপর আলাদা কোনও মূল্য (upfront fees) ধার্য করে না ৷ পাশাপাশি আগাম ইএমআই-এর টাকা দিয়ে রাখলে ক্রেডিট স্কোরেও উন্নতি হবে ৷
খরচ সামলাতে ব্যর্থ হলে (Unable to meet expenses)