পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে ব্যবসা গোটাচ্ছে টিকটক, কর্মহীন দুই হাজারের বেশি কর্মী

দীর্ঘদিন ধরে বহাল রয়েছে সরকারি নিষেধাজ্ঞা । উপায় না-পেয়ে ভারতের ব্যবসা বন্ধই করে দিচ্ছে টিকটক ও হেলো। তাদের মালিক বাইটডান্স কর্মীদের ই-মেলে এ কথা জানিয়ে দিয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়ছেন 2000-এরও বেশি কর্মী।

tiktok-to-shut-down-india-business
ভারতে ব্যবসা গোটাচ্ছে টিকটক, কর্মহীন 2000+ কর্মী

By

Published : Jan 27, 2021, 1:50 PM IST

দিল্লি, 27 জানুয়ারি: ভারতে ব্যবসাই গুটিয়ে নিচ্ছে টিকটক। চিনা সোশ্যাল মিডিয়া কোম্পানি তথা টিকটক ও হেলো অ্য়াপসের মালিক বাইটডান্স জানিয়েছে, তাদের পরিষেবায় নিষেধাজ্ঞা বহাল থাকায় ভারতের ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

টিকটকের বিশ্বব্যাপী অন্তর্বর্তী প্রধান ভানেসা পাপ্পাস ও গ্লোবাল বিজ়নেস সলিউশনসের সভাপতি ব্লেক চান্দলি যৌথভাবে তাঁদের কর্মীদের ই-মেলে জানিয়েছেন যে, তাঁরা তাঁদের দল ছোট করছেন এবং ভারতের সব কর্মীর উপর সেই সিদ্ধান্তের প্রভাব পড়বে। ভারতে তাঁরা আর কখনও ফিরে আসবেন কি না, সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে বলে জানালেও, তাঁরা ফেরার আশা ছেড়ে দিচ্ছেন না বলে জানিয়েছেন।

ই-মেলে লেখা হয়েছে, ''আমরা আর কবে ভারতে আসব তা জানি না, তবে আমাদের নিজের উপর বিশ্বাস রয়েছে এবং ফিরে আসার ইচ্ছে রইল।'' বাইডান্সের একটি সূত্র বলছে, বুধবার এই কোম্পানি একটি টাউন হল করে ভারতে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার খবর ঘোষণা করেছে।

আরও পড়ুন: সাইবার অপরাধীদের নতুন অস্ত্র টিকটক

এ ব্যাপারে টিকটকের মুখপাত্র জানিয়েছেন, ভারত সরকার 2020 সালের 29 জুন যে নির্দেশ জারি করেছিল, তা দ্রুততার সঙ্গ মেনে চলার জন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছে এই কোম্পানি। স্থানীয় আইন কানুন মেনেই যাতে এই অ্যাপ চালানো যায়, সেই চেষ্টাই চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ''সাত মাস ধরে চেষ্টা চালানোর পরও আমাদের জানানো হয়নি যে, কবে এবং কীভাবে আমাদের অ্যাপকে ফিরিয়ে আনা হবে। এটা খুবই হতাশাজনক। খুবই দুঃখের যে, ৬ মাসেরও বেশি সময় ভারতের দুই হাজারের বেশি কর্মীকে সহযোগিতা করে গেলেও আমরা তাঁদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। টিকটককে পুনরায় যাতে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আবার ভারতের লক্ষ লক্ষ ইউজার, শিল্পী, যাঁরা গল্প বলেন, শিক্ষাবিদ ও পারফর্মারদের সহযোগিতা করতে চাই।''

গত বছর জুন মাসে ভারত ও চিনের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ার পরপরই টিকটক, হেলো-সহ 59টি অ্যাপ নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশই আপাতত বহাল থাকবে বলে কোম্পানিগুলিকে জানিয়ে দেয় কেন্দ্র।

ABOUT THE AUTHOR

...view details