ভোপাল, 29 নভেম্বর:শিকারের শিক্ষা দিয়ে যায়নি বাঘিনী। সন্তানের জন্ম দিয়ে মৃত্যু হয় তার। পরিণাম মারাত্মক। মাতৃ হারা বাঘের ছানাদের জঙ্গলে নয় বরং আজীবন জেল বন্দি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কিন্তু কেন...
মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে দুটি বাঘ শৈশব থেকেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত ৷ ঘরোয়া পরিবেশে থেকে বড় হয়ে উঠছিল ছানারা। ফলে হাতে করে শিকার করা শেখানোর কেউ ছিল না ৷ তাই শিকার করা কোনওদিনই শিখতে উঠতে পারেনি বাঘ ছানারা ।
এরপর বাঘের বয়স পাঁচ বছর হওয়ার পর কলার আইডি পরিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় জঙ্গলে ৷ হঠাৎ ঘর থেকে মুক্ত আকাশে গিয়েই মানুষের উপর আক্রমণ করা শুরু করে বাঘ দুটি । তাদের হামলায় প্রাণ হারান পাঁচজন ৷ তারপরেই দুটি বাঘ ছানাকে বন্দি করা হয় ৷ বান্ধবগড় টাইগার রিজার্ভ থেকে ভোপালের বন বিহার জাতীয় উদ্যানে আনা হয়েছে বাঘগুলিকে ৷ আর খোলা আকাশের নীচে থাকা হবে না তাদের ৷ জঙ্গল ছেড়ে সারাজীবন বন্দি থাকতে হবে এই খাঁচার ভিতরেই ।
বাঘগুলি জঙ্গলের নিয়ম শিখতে পারেনি
দুই শাবকের জন্মের কয়েকদিন পরেই মৃত্যু হয় তাদের মায়ের । এরপর উভয় বাঘকে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায় ৷ তখন বান্ধবগড় টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জঙ্গলের মধ্যেই একটি বড় ঘের তৈরি করে এবং শাবক দুটিকে সেখানে রেখে দেয় । যখন তারা বড় হতে শুরু করে তখন কর্তৃপক্ষ তাদের শিকার শেখানোর জন্য ছোট প্রাণীদের ছেড়ে দেওয়া শুরু করে ৷ তারা শিকারও করেছিল ৷ কিন্তু তারা ঘরে বসবাস করে জঙ্গলের আসল নিয়ম শিখতে পারেনি । যা মা থাকলে তাদের শেখাত ৷