লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 23 এপ্রিল: বনাঞ্চল থেকে বেরিয়ে এসে ফসলের ক্ষেতে প্রবেশ করার কয়েক মিনিটের পরেই রহস্যজনক পরিস্থিতিতে একটি দুই বছরের বাঘের মৃত্যু ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে৷ এই ঘটনায় বনাধিকারিকরা সন্দেহ করছেন, বাঘটিকে বিষ দেওয়া হয়েছে ৷ তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
এই বিষয়ে ডেপুটি ডিরেক্টর (বাফার) সুন্দরেশ বলেন, "প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম যে কেউ বিষ প্রয়োগ করেছে ৷ কিন্তু বাঘটি যে স্থানে মারা গিয়েছে তার কাছাকাছি তেমন কিছু খুঁজে পাইনি ৷ যেহেতু বাঘের মৃত্যু সবসময়ই একটি সংবেদনশীল বিষয় তাই আমরা একটি এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছি ৷"
ময়নাতদন্ত করার পর জানা গিয়েছে, বাঘটির বয়স 2 বছর ৷ এর মোলার ও প্রি-মোলার দাঁতগুলিই এই বয়স নিশ্চিত করেছে ৷ বাঘটি অসুস্থ ছিল ৷ তার পেটে কোনও খাবারও ছিল না ৷ এছাড়াও একটি ধারালো হাড়ে পেটের দেওয়াল ছিঁড়ে গিয়েছিল ৷ যা এটিকে সেপ্টিসেমিয়ার দিকে পরিচালিত করেছিল ৷ সম্ভবত এর জেরেই বাঘটির মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা ৷ তবে বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷